SIR: বাড়বে না সময়সীমা! BLO-দের কাজ শেষ করতে হবে ২৫ নভেম্বরের মধ্যেই, স্পষ্ট জানিয়ে দিলেন CEC
SIR In WB: কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গা থেকে খবর আসতে শুরু করেছে, অতিরিক্ত কাজের চাপের অভিযোগ! অসুস্থ হতে শুরু করেছেন বিএলও-রা। দিকে দিকে বিক্ষোভ বিএলও-দের একাংশের! কারণ? নতুন নতুন কমিশনের নির্দেশ আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপে।

কলকাতা: ৪ ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে। আবারও স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। শুক্রবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। CEC জ্ঞানেশ ভারতী প্রত্যেক জেলাশাসককে স্পষ্ট করে দিয়েছেন, বিএলও-দের বাড়তি চাপ থাকলেও, আগে কাজ শেষ না হলে ডিজিটাইজেশনের পর অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে। বৈঠকে ২৫ নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছে কমিশন।
সম্প্রতি কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গা থেকে খবর আসতে শুরু করেছে, অতিরিক্ত কাজের চাপের অভিযোগ! অসুস্থ হতে শুরু করেছেন বিএলও-রা। দিকে দিকে বিক্ষোভ বিএলও-দের একাংশের! কারণ? নতুন নতুন কমিশনের নির্দেশ আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবার নির্দেশ, শুধু ফর্ম জমা নিলেই হবে না, ডিজিটাইজ় করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে— আর এ সবই একমাসের মধ্যে করে ফেলতে হবে বিএলও-দের। আর এই নির্দেশের তালিকায় আপাতত নবতম সংযোজন, এনুমারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে এবার ভোটারদের বাড়ি গিয়ে ছবিও তুলতে হবে BLO-দের!
বিএলও-দের তরফে সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছে। কাজের চাপ এত বেশি, তা ২সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব নয় বলেও স্পষ্ট বলছিলেন বিএলও-দের একাংশ।সময়সীমা বাড়ানোর জন্য আর্জি জানাচ্ছেন তাঁরা। জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও-রা। তাঁদের বক্তব্য, ফর্ম ডিজিটাইজড করতেই অনেক সময় লেগে যাচ্ছে। এক একটা ফর্ম ডিজিটাউজড করতে সময় লাগছে ঘণ্টা খানেকের মতো। সেক্ষেত্রে এত কম সময়ের মধ্যে কাজ শেষ করা তাঁদের কাছে চ্যালেঞ্জিং। জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনেও জেলাশাসকদের তরফে এই বিষয়টিকে তুলে ধরা হয়। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, সময়সীমা বাড়ানো সম্ভব নয়।
