SIR in Bengal: ফর্ম সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত বিএলও, কাঠগড়ায় বামেরা!
BLO Attacked in Maheshtala: সম্প্রতি রাজ্যে শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের ফর্ম বিলির কাজ। এবার পালা ফর্ম সংগ্রহের। বাড়ি বাড়ি গিয়ে ফর্মের একটি প্রতিলিপি ভোটারদের থেকে সংগ্রহ করবেন বিএলও-রা। বৃহস্পতিবার সেই কাজেই মহেশতলার সংশ্লিষ্ট ওয়ার্ডে গিয়েছিলেন সন্তু। তারপরেই বিপত্তি।

মহেশতলা: ভোটার তালিকা নিবিড় পরিমার্জনের কাজে গিয়ে আক্রান্ত বুথ স্তরীয় আধিকারিক। পরিচয় জানতে চেয়ে বিএলও-র উপর হামলা চালান এক স্থানীয় যুবক। যা ঘিরে তৈরি উত্তেজনা। ঘটনা মহেশতলা থানার অন্তর্গত ৩১ নম্বর ওয়ার্ডের ২৪৪ নম্বর পার্টের। বৃহস্পতিবার সকালে সেখানে বাড়ি বাড়ি এসআইআর ফর্ম সংগ্রহ করতে গিয়েছিলেন ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও সন্তু চক্রবর্তী।
সম্প্রতি রাজ্যে শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের ফর্ম বিলির কাজ। এবার পালা ফর্ম সংগ্রহের। বাড়ি বাড়ি গিয়ে ফর্মের একটি প্রতিলিপি ভোটারদের থেকে সংগ্রহ করবেন বিএলও-রা। বৃহস্পতিবার সেই কাজেই মহেশতলার সংশ্লিষ্ট ওয়ার্ডে গিয়েছিলেন সন্তু। তারপরেই বিপত্তি।
অভিযোগ, ফর্ম সংগ্রহের সময় এলাকারই এক যুবক তাঁকে এসে নানান প্রশ্ন করতে শুরু করেন। প্রথমেই বিএলও-র পরিচয় জানতে চান তিনি। সন্তুর গলায় কমিশনের আই কার্ড ছিল। তাই স্বাভাবিক নিয়মেই সেটা এগিয়ে দেন তিনি। কিন্তু তাতে কোনও কাজ হয় না। উল্টে বিএলও-কে ঘিরে ধরেন অভিযুক্ত যুবক। প্রথমে জামার কলার ধরেন, এরপর বেধড়ক মারধর। বুকে ও পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন বিএলও।
প্রথম থেকেই নিরাপত্তার দাবিতে সরব ছিলেন বিএলও-রা। বারংবার বাহিনী কিংবা পুলিশের সহযোগিতার জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছে তাঁরা। তবে কমিশন এই প্রসঙ্গে রা কাটেনি। মহেশতলার এই ঘটনা অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাঁর নাম সায়ন্তন সিনহা। আপাতত তাঁকে পাঁচ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।
এদিন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত বেরার দাবি, ‘কমিশন ও স্থানীয় প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে। বিএলও-র পরিচয়পত্র দেখার পরেও, কীভাবে তাঁর গায়ে হাত তুলল? যে ছেলেটা এসব করেছে, তাঁকে আমি কোনও দল করতে দেখিনি। কিন্তু জানি, ওর বাড়ির লোক সিপিএম করে। তাই বামেদের প্রত্যক্ষ কোনও মদত থাকলেও থাকতে পারে।’ তবে শাসকশিবিরের নেতার দাবিকে ‘মিথ্য়াচার’ বলেই উড়িয়ে দিয়েছেন বামনেতারা। স্থানীয় এক সিপিএম নেতা প্রভাত চৌধুরী বলেন, ‘অনেকে মিথ্যাচার করছে। বলছে এই ঘটনার সঙ্গে সিপিএম যুক্ত। কিন্তু এসব কোনওটাই সত্যি নয়। শাসকদল রটনা ছড়াচ্ছে।’ অন্যদিকে
