
দক্ষিণ ২৪ পরগনা: বিকাল হলেই পাড়ার ছেলেমেয়েরা একসঙ্গে খেলে। মেয়েদের থেকে কয়েক বছরের বড় কয়েকটা ছেলে… পাড়ারই ছেলে.. তাই অভিভাবকরাও খুব একটা বেশি ভাবেননি। কিন্তু সপ্তম শ্রেণির সেই ছাত্রই কিনা খেলার নাম করে বাঁশবাগানের ঝোঁপে ডেকে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে যৌন নিগ্রহ করেছে বলে অভিযোগ। এমনকি,নাবালিকাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।এই ঘটনায় বারুইপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এক নাবালিকা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে কান্নাকাটি শুরু করলে ঘটনা জানাজানি হয়। প্রতিবেশী আর এক নাবালিকাও পরিবারের কাছে ঘটনাটি জানায়। এরপরেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকাদের পরিবার। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে। নাবালিকার পরিবার অভিযুক্ত কিশোরের কঠোর শাস্তির দাবি করেছেন।
ওই দুই নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে।পুলিশ জানিয়েছে,অভিযুক্ত কিশোরও সপ্তম শ্রেণির ছাত্র। নাবালিকার পরিবার জানায়,আগে থেকেই মেয়েদের সঙ্গে ওই কিশোর খারাপ আচরণ করতো। তার বাড়ি ওই এলাকাতেই। এই বিষয়টি সামনে আসার পর উদ্বিগ্ন প্রশাসনও। ওই নাবালকের পরিবারের সদস্যদেরও ডাকা হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা।