কলকাতা: দক্ষিণ ২৪ পরগনায় বেআইনি অস্ত্রকারখানার হদিশ পেল এসটিএফ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পায় পুলিশ।
বাসন্তী থানার অন্তর্গত তিতকুমার বটতলা এলাকায় হদিশ পান বেঙ্গল এসটিএফ -এর তদন্তকারীরা।
জেরায় তদন্তকারীরা জানতে পারেন, তিতকুমার বটতলা এলাকায় একটা অস্ত্র কারখানার হদিশ পান। এরপরই বারুইপুর পুলিশ জেলার টিমকে সঙ্গে নিয়ে বেঙ্গল এসটিএফ বাসন্তী থানার তিতপুকুর অঞ্চলে তল্লাশি চালান। একটি বাড়ির পিছনের দিকে ছিল কারখানা। সেখান থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ড্রিল মেশিন, ওয়েল্ডিং মেশিন, কাটিং মেশিন, কাটা লোহার পাইপ। মোট তিনটি ওয়ান শটার পাইপগান ও একটি লং ব্যারেল বন্দুক বাজেয়াপ্ত করে পুলিশ।
মাস খানেক আগেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অস্ত্র কারখানার হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। বারুইপুরের স্পেশ্যাল অপারেশন গ্রুপ, জয়নগর থানা ও বকুলতলা থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালান। সেবার অত্যন্ত নাটকীয়ভাবে তল্লাশি চলেছিল ওই অস্ত্র কারখানায়। তদন্তকারীরা ক্রেতা সেজে সেই কারখানায় ঢোকেন। তারপর সেখানে অস্ত্র নিয়ে আলোচনা করেন। নির্দিষ্ট দামের বিনিময়ে অস্ত্র ডেলিভারি দেওয়ার কথাও বলে দেন বিক্রেতা। নির্দিষ্ট সময়ে ডেলিভারি দিতেই গিয়েই তদন্তকারীদের হাতে পাকড়াও হন অস্ত্র বিক্রেতা।