SIR: ১১০০-র বেশি মৃত ভোটারের নাম তোলার অভিযোগ, দায়িত্ব পেয়েই সেই ফলতায় যাচ্ছেন সুব্রত-মুরুগান

SIR in Bengal: প্রায় ১১০০-র বেশি মৃত ভোটারের নাম ভোটার তালিকায় তোলার অভিযোগ তুলেছিল বিজেপি। শুধু তাই ওই এলাকায় গোটা এসআইআর প্রক্রিয়ায় আরও একাধিক কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছিল বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক মহলে দীর্ঘ চাপানউতোরও হয়েছিল।

SIR: ১১০০-র বেশি মৃত ভোটারের নাম তোলার অভিযোগ, দায়িত্ব পেয়েই সেই ফলতায় যাচ্ছেন সুব্রত-মুরুগান
ফলতায় যাচ্ছে পর্যবেক্ষক টিমImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 30, 2025 | 11:46 AM

ফলতা: বাংলা এসআইআর-এর কাজ দেখতে মাঠে নেমে পড়েছে স্পেশ্য়াল ১৩। বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন সুব্রত গুপ্ত। তাঁর সঙ্গেই নজরদারি চালাবেন আরও ১২ জন পর্যবেক্ষক। এসআইআর-এর সামগ্রিক কাজের অগ্রহতি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা, বিএলও-দের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নজরদারি সহ সামগ্রিক কাজের উপরে তদারকি করবেন তাঁরা। এই ১২ জন রিপোর্ট তৈরি করে পাঠাবেন সুব্রত গুপ্তর কাছে। রবিবারই এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতায় যাচ্ছেন সুব্রত গুপ্ত ও পর্যবেক্ষক দলের অন্যতম সদস্য সি মুরুগান। তাঁদের সঙ্গে থাকছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। থাকছেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসকও। 

দুপুরেই ফলতার বিডিও অফিসে বৈঠকের কথা রয়েছে। সম্প্রতি বিজেপির পক্ষ থেকে ফলতা বিধানসভা এসআইআর প্রক্রিয়ার মাঝেই বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছিল বিজেপিকে। অভিযোগ, ভোটার তালিকায় মৃত ভোটারদের নাম তুলতে বিএলওদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের ফলতার যুব সভাপতি জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। তাঁর উপর আবার দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্বও রয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘ চাপানউতোরও হয়। 

প্রায় ১১০০-র বেশি মৃত ভোটারের নাম ভোটার তালিকায় তোলার অভিযোগ তুলেছিল বিজেপি। শুধু তাই ওই এলাকায় গোটা এসআইআর প্রক্রিয়ায় আরও একাধিক কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছিল বিজেপি নেতৃত্ব। সেই অভিযোগ খতিয়ে দেখতেই পর্যবেক্ষকেরা ফলতায় আসছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ। সব কিছু খতিয়ে দেখার পর বিডিও অফিসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকও করার কথা রয়েছে। সূত্রের খবর, তাঁরা কথা সরাসরি কথা বলতে পারেন বিএলও ও বিএলএ-দের সঙ্গেও।