Sukanta Majumdar: মাইনে বন্ধ হয়ে যাচ্ছে, তবু দুয়ারে সরকারের ফর্ম ভরা হচ্ছে! কটাক্ষ সুকান্ত-র
Sukanta Majumdar: কাউকে টাকা দিতে পারছে না বলে উল্লেখ করেছেন সুকান্ত। পুরভোট প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি।
বারুইপুর : পুর নির্বাচন থেকে শুরু করে দুয়ারে সরকার, সব প্রসঙ্গ তুলেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সরকার বেতন দিতে পারছে না কিন্তু, দুয়ারে সরকারের নামে বিপুল টাকা খরচ করা হচ্ছে। বিজেপি সাংসদ মনে করেন, এ ভাবে চলতে থাকলে কাউকেই আর টাকা দিতে পারবে না রাজ্য সরকার। সেই সঙ্গে পুরসভা নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। শনিবার বারুইপুরে গিয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
এ দিন সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যে পুরসভা নির্বাচনের নামে যা হয়েছে,তা এক কথায় প্রহসন। আমরা এই ফলাফল মানি না।’ তিনি আরও বলেন, ‘পুরসভা নির্বাচনে যে ইভিএম ব্যবহার করা হয়েছে, তা বাতিল করা হয়েছে। ভারতবর্ষের কোথাও আর এই ইভিএমে ভোট হয়না।’ শনিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দলের সাংগঠনিক সভায় যোগ দিতে এসে এ কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি।
এ দিন ওই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বারুইপুর সাংগঠনিক সভাপতি উত্তম কর-সহ জেলা নেতৃত্ব। পাশাপাশি তিনি আরও বলেন, ‘এই সরকারের হাতে টাকা নেই। সব বেচে দিচ্ছে। পেনশন দিতে পারছে না। আগামিদিনে মাইনে বন্ধ হয়ে যাবে। তবুও দুয়ারে সরকারের নামে ফর্ম ভর্তি করতে বলছে। কাউকে টাকা দিতে পারবে না এই সরকার।’
অন্যদিকে বিধানসভা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াতে নেতৃত্বের খামতি ছিল বলে সুকান্তবাবু স্বীকার করে নিয়েছেন এ দিন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘এই হিংসা মোকাবিলা করা যাবে কি না, তা অনেকে বুঝে উঠতে পারেন নি। তবে আমরা পরবর্তী সময়ে প্রত্যেক কর্মী-সমর্থকের পাশে থেকেছি। সাধ্যমত তাঁদেরকেও সাহায্যও করব।’