Sundarban: ২৫ কেজির বেশি হরিণের মাংস নিয়ে যাচ্ছিল, তপনকে হাতেনাতে ধরল পুলিশ

Sundarban: উল্লেখ্য, পাথরপ্রতিমা সংলগ্ন জঙ্গলে হরিণ ধরার ফাঁদ উদ্ধার হয়। গত ১৮ তারিখ হরিণের মাংস সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে সুন্দরবনের জঙ্গলে চোরা শিকারীদের হদিস পায় বনকর্মীরা।

Sundarban: ২৫ কেজির বেশি হরিণের মাংস নিয়ে যাচ্ছিল, তপনকে হাতেনাতে ধরল পুলিশ
চোরা শিকারিকে ধরল পুলিশImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 28, 2024 | 3:42 PM

সুন্দরবন: সুন্দরবনে হরিণের হত্যার অভিযোগ। ঘটনাটি বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার রামগঙ্গা ঘাটের ঘটনা। এক চোরা শিকারীকে হাতেনাতে পাকড়াও করল বনদফতরের রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। ধৃতের নাম তপন দাস। তিনি স্থানীয় বরদাপুর এলাকার বাসিন্দা।

বন দফতর সূত্রে খবর, ধৃতের কাছ থেকে প্রায় পঁচিশ কেজির বেশি মাংস এবং চামড়া উদ্ধার করেছে বনদফতর। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে বনদফতর। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়েছে। হেফাজতে নিয়ে জেরা করে বাকি চোরা শিকারীদের গ্রেফতার করতে চাইছে বনদফতর।

উল্লেখ্য, পাথরপ্রতিমা সংলগ্ন জঙ্গলে হরিণ ধরার ফাঁদ উদ্ধার হয়। গত ১৮ তারিখ হরিণের মাংস সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে সুন্দরবনের জঙ্গলে চোরা শিকারীদের হদিস পায় বনকর্মীরা। তারপর থেকেই পাথরপ্রতিমার জঙ্গল লাগোয়া এলাকায় কড়া নজরদারি চালানো হয়। এর মধ্যেই এবার এক চোরা শিকারী হরিণের মাংস এবং চামড়া সহ বনকর্মীদের হাতে ধরা পড়ল। উদ্ধার মাংস এবং চামড়া ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।