Sundarban: গরু কেনাবেচাতেও কাটমানি TMC-র? পঞ্চায়েতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, দেখুন নিজেই…

Kultali: ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গোসাবা থানার অন্তর্গত শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের বেলতলী বাজারের। শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের বেলতলি বাজারে প্রতি বৃহস্পতিবার ও রবিবার করে হাট বসে। তার মধ্যে আবার রবিবার বসে গরুর হাট।

Sundarban: গরু কেনাবেচাতেও কাটমানি TMC-র? পঞ্চায়েতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, দেখুন নিজেই...
গরু কেনাবেচাতেও কাটমানি?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 09, 2025 | 10:35 AM

সুন্দরবন: গরুর হাটে তোলাবাজির অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের নামে রশিদ কেটে কাটমানি নেওয়ার অভিযোগ। জানা যাচ্ছে, সাদা কাগজে বিল ছাপিয়ে প্রকাশ্যে গরু কারবারি ও ক্রেতাদের কাছ থেকে দেদার তোলাবাজি করার অভিযোগ উঠছে।

ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গোসাবা থানার অন্তর্গত শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের বেলতলী বাজারের। শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের বেলতলি বাজারে প্রতি বৃহস্পতিবার ও রবিবার করে হাট বসে। তার মধ্যে আবার রবিবার বসে গরুর হাট। সুন্দরবন এলাকার সর্ববৃহত সেই হাটে গরু কেনা বেচা হয়। অভিযোগ, সেখানে গরু কারবারি ও গরু ক্রেতাদের কাছ থেকে প্রতি এক হাজার টাকা পিছু তিরিশ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, পঞ্চায়েতের নামে বিল ছাপিয়ে চলছে দেদার তোলাবাজি। যদিও সেই সাদা কাগজে নেই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কোনও স্ট্যাম্প ও প্রধানের কোনও সই।

এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের আত্মীয় তথা গরু হাট থেকে টাকা আদায়কারী শীতেশ প্রামাণিক তোলাবাজির বিষয়টি অস্বীকার করে বলেন, “বাজারের উন্নয়নের জন্য এই টাকা তোলা হচ্ছে। সবটাই আইন মেনে হচ্ছে। অনেক সময় গরু কিনে নিয়ে যাওয়ার সময় গরু কারবারিরা রাস্তায় সমস্যার মুখে পড়েন। সেই কারণে পঞ্চায়েতের তরফ থেকে একটা রশিদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাতে তাঁরা কোনও রকম  সমস্যার সম্মুখীন না হতে হন।”

গরু ব্যবসায়ী সাহালাম মোল্লা বলেন, “হাজারে তিরিশ টাকা করে নিচ্ছে। এইভাবে গরু কিনে নিলে লস হয়ে যাবে।”