
কলকাতা: বাংলা থেকে নিহত দীপু দাসের বাবার কাছে পাঠানো হবে আর্থিক অনুদান। গঙ্গাসাগরের সভা থেকে ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ‘বাংলাদেশ থেকে বাবরি মসজিদ তৈরির টাকা আসতে পারলে, বাংলার হিন্দুরাও বাংলাদেশে নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়াতে পারবেন।’
বুধবার দীপু দাসের বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। ময়মনসিংহের ওই দাস পরিবারের দাঁড়াবেন বলেই বার্তা দিয়েছেন তিনি। এদিন সভা থেকে শুভেন্দু বলেন, ‘আমি আসার সঙ্গে দীপু দাসের বাবার সঙ্গে ভিডিয়ো কলে কথা বললাম। আমি ওনাকে বলেছি, একটা অ্যাকাউন্ট নম্বর দেওয়ার জন্য। আমি প্রথম টাকা পাঠাব।’
এরপরই সভায় উপস্থিত জনতার উদ্দেশে বার্তা দিয়েছেন শুভেন্দু। প্রত্যেকের কাছে আর্জি জানিয়েছেন দীপু দাসের বাবার অ্যাকাউন্টে নিজেদের সামর্থ্য আর্থিক অনুদান পাঠাতে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্য়রাতে হত্যা করা হয় বাংলাদেশে ময়মনসিংহের যুবক দীপু চন্দ্র দাসকে। স্থানীয় একটি কারখানাতেই কর্মরত ছিলেন। গোটা বাংলাদেশ যখন অশান্ত। সেই সময়ই তাঁকে তুলে নিয়ে যান একদল উগ্রপন্থী। এরপর চলে গণপিটুনি। মার খেতে খেতে মৃত্যু হয় দীপুর। তারপরই তাঁর দেহ একটি গাছে বেঁধে জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা।
এখানেই ক্ষান্ত হয়নি অভিযুক্তরা। দীপুর দেহ জ্বালিয়ে চলে উল্লাস। যা যে কারওর মনে শিহরণ তৈরি করে দিতে পারে। হাতে ফোন নিয়ে সেই জ্বলন্ত দেহের ভিডিয়ো করতে থাকে অভিযুক্তরা। দীপুর বাবা ছেলের মৃত্য়ুর খবর পেয়েছিল সমাজমাধ্য়ম থেকে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিয়ো দেখেছিলেন তিনি। তারপরই জানতে পেরেছিলেন তাঁর ছেলে আর নেই। এবার সেই দাস পরিবারের পাশে দাঁড়াতে মরিয়া শুভেন্দু।