Baruipur: সন্ধ্যা নামারে আগে বাঁশবাগানে ভয়ঙ্কর দৃশ্য, পুরুষ আর মহিলার অবস্থা দেখে থ বারুইপুরের লোকজন

Baruipur: কীভাবে এই ঘটনা ঘটল, খুন নাকি নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। একইসঙ্গে ওই দু’জনের কোথায় বাড়ি, তাঁদের মধ্যে কী সম্পর্ক, কেন তাঁরা ওই এলাকায় এসেছিলেন তাও জানার চেষ্টা করছে পুলিশ।

Baruipur: সন্ধ্যা নামারে আগে বাঁশবাগানে ভয়ঙ্কর দৃশ্য, পুরুষ আর মহিলার অবস্থা দেখে থ বারুইপুরের লোকজন
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 06, 2025 | 7:33 PM

বারুইপুর: বাঁশবাগানে গলার নলি কাটা অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার। পাশে পড়ে আরও এক পুরুষ। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার ঠিক সন্ধ্যা নামার আগে এ ঘটনাতেই শোরগোল বারুইপুর থানার শঙ্করপুর ২ পঞ্চায়েতের কেশবপুরে। তবে দু’জনেরই নাম পরিচয় জানা যায়নি। খবর চাউর হতেই ব্য়াপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকার লোকজনই খবর দেয় পুলিশে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। পুলিশই দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে মহিলার দেহে তখন আর প্রাণ ছিল না বলেই জানা যাচ্ছে। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানোর তোড়জোড় শুরু করেছে পুলিশ। রিপোর্ট এলে মৃত্যুর কারণে ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে।  

কীভাবে এই ঘটনা ঘটল, খুন নাকি নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। একইসঙ্গে ওই দু’জনের কোথায় বাড়ি, তাঁদের মধ্যে কী সম্পর্ক, কেন তাঁরা ওই এলাকায় এসেছিলেন তাও জানার চেষ্টা করছে পুলিশ। এলাকাবাসীদের একাংশের মত, কেউ বা কারা খুন করে ওই এলাকায় ফেলে রেখে চলে গিয়েছে। তবে আদৌও খুন নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।