Jaynagar Durga Idol: রোদের দেখা মিলছে না, ঠাকুর শুকবে কীভাবে? চিন্তায় মৃৎশিল্পীরা

Kolkata Durga Puja: দুর্যোগের ঘনঘটায় এখন লাগাতার বেগ পেতে হচ্ছে জয়নগর থানার গোঁড়ের হাট ও রায়নগর এলাকার প্রতিমা শিল্পীদের। লাগাতাল অঝোরে বৃষ্টির জন্য রোদের মুখ ক'দিন ধরে দেখা যাচ্ছে না। যে

Jaynagar Durga Idol: রোদের দেখা মিলছে না, ঠাকুর শুকবে কীভাবে? চিন্তায় মৃৎশিল্পীরা
দুর্গা ঠাকুর শুকবে কীভাবে?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 23, 2025 | 4:23 PM

জয়নগর: নিম্নচাপের দরুণ লাগাতার বৃষ্টি হচ্ছে বাংলায়। তার জেরে জেরবার অবস্থা পটো পাড়ার প্রতিমা শিল্পীদের। মাথার উপর কাজের প্রচুর চাপ অথচ বৃষ্টিতে পণ্ড সেই কাজকর্ম। সেই সঙ্গে বেড়েছে প্রতিমা তৈরির সমস্ত কাঁচামালের দাম। যে কারণে আকাশ ছোঁয়া দামে প্রতিমা কিনতে পকেটে টান পড়তে পারে ছোট ছোট পুজো কমিটি গুলোর।

দুর্যোগের ঘনঘটায় এখন লাগাতার বেগ পেতে হচ্ছে জয়নগর থানার গোঁড়ের হাট ও রায়নগর এলাকার প্রতিমা শিল্পীদের। লাগাতাল অঝোরে বৃষ্টির জন্য রোদের মুখ ক’দিন ধরে দেখা যাচ্ছে না। যে কারণে প্রতিমা বাইরে শুকানোর সমস্যা। তাই সময় মতো প্রতিমা অর্ডার দেওয়ার চাপ থাকায় গ্যাস পুড়িয়ে প্রতিমা তাড়াতাড়ি শুকানোর কাজ করতে হচ্ছে। অন্যদিকে প্রতিমা তৈরির কাঁচামালের দামও আগুন ছোঁয়া। বৃষ্টির জন্য আচমকাই বেড়েছে খড়, বাঁশ ও কাঠর দাম। যার জেরে চরম বিপাকে পড়েছেন জয়নগরের প্রতিমা শিল্পীরা।

প্রতিমা শিল্পী দীপঙ্কর নস্কর বলেন, “এই যা বৃষ্টি হচ্ছে। তাতে কীভাবে কী করি বলুন তো? গ্যাসের তাপেই শুকোতে হবে ঠাকুর। সেই কারণেই গ্যাস পুড়িয়ে ঠাকুর শুকোচ্ছি। দুর্গা তো দেরী আছে। এখন গণেশ বানাচ্ছি। সামনের সপ্তাহে নিয়ে যাবে। কীভাবে প্রতিমা শুকোবে জানি না আমি। দুর্গা ঠাকুরও বানাচ্ছি। কিন্তু সেটা এখনও সময় আছে। তার আগে তো গণেশ পুজো। সেই কারণে বুঝতে পারছি না কী হবে। তাই গ্যাস জ্বেলেই শুকতে হচ্ছে।”