
বারুইপুর: স্কুলে চুরি! আর তার জেরেই কোপ মিড ডে মিলে। অগত্যা শেষ পর্যন্ত স্কুলে আসা পড়ুয়াদের দেওয়া হল বিস্কুট। এদিন এমনই ছবি দেখা গেল বারুইপুরের উত্তরভাগ কলোনি হাইস্কুলে। অভিযোগ, একদিন আগে স্কুলের গেটের তিনটি তালা ভেঙে স্কুলে হানা দেয় দুষ্কৃতীরা। ভাঙা হয় রান্নাঘরের তালাও। মঙ্গলবার সকালে স্কুলে আসেন রাঁধুনি। ততক্ষণে স্কুলের অবস্থা দেখে মাথায় তাঁর। দেখা যায় ভিতর থেকে খোয়া গিয়েছে চারটি গ্যাস সিলিন্ডার ও চারটি সাইকেল।
গ্যাস চুরি যাওয়ায় এবার রান্না কী করে হবে তা ভেবেই কূলকিনারা পাচ্ছিলেন রাঁধুনিরা। শেষ পর্যন্ত খবর যায় স্কুলের শিক্ষকদের কাছেই। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। উদ্বেগ বাড়ে ছাত্রছাত্রীদের মধ্যেও। শেষ পর্যন্ত শিক্ষকরাই আলোচনা করে দোকান থেকে বিস্কুট কিনে আনেন। শেষ পর্যন্ত তাই পড়ুয়াদের হাতে তুলে দেন শিক্ষকরা।
ঘটনার পর থেকেই শিক্ষক থেকে পড়ুয়া সকলের মধ্যেই আতঙ্কের আবহ। শিক্ষকরা বারুইপুুর থানায় অভিযোগও দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুলের এক রাঁধুনি বলছেন, “সকালে স্কুলে এসে দেখি ইট দিয়ে তালা ভেঙে ফেলা হয়েছে। রান্না ঘরে ঢুকে দেখি সিলিন্ডার নেই। তারপর দেখা যায় দু’টো সাইকেলও নেই। তখনই আমরা স্যরদের ফোন করি। এই অবস্থার জন্য আজ মিড ডে মিল দেওয়া হয়নি। শুকনো টিফিন দিতে হয়।” lবে এলাকায় স্কুলে চুরির ঘটনা যে এই প্রথম তা নয়। কিছুদিন আগেই বারুইপুর থানার চম্পাহাটি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়েও গ্যাস সিলিন্ডার চুরি হয়েছিল। তাতেও শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়।