Canning: গিয়েছিলেন শ্বশুরকে দেখতে, বাড়ি ফেরার পর ফাঁকা ঘরে বিশ্বজিৎকে যেভাবে দেখলেন…

South 24 Pargana: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের আধলা গ্রামের ঘটনা। সেখানে বিশ্বজিৎ সর্দার নামের এক ব্যক্তির ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে অভিযুক্তরা। তারপর তারা ঘরের দরজার তালা ভেঙে নগদ ৭ লক্ষ টাকা ও ৩ লক্ষ টাকার সোনার গহনা সহ মোট প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

Canning: গিয়েছিলেন শ্বশুরকে দেখতে, বাড়ি ফেরার পর ফাঁকা ঘরে বিশ্বজিৎকে যেভাবে দেখলেন...
বিশ্বজিৎ সর্দারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 25, 2026 | 3:07 PM

ক্যানিং: বাড়িতে ছিলেন না কেউ। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছিল ওরা। ক্যানিংয়ে বাড়িতে ঢুকে ৭ লক্ষ নগদ টাকা ও ৩ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের আধলা গ্রামের ঘটনা। সেখানে বিশ্বজিৎ সর্দার নামের এক ব্যক্তির ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে অভিযুক্তরা। তারপর তারা ঘরের দরজার তালা ভেঙে নগদ ৭ লক্ষ টাকা ও ৩ লক্ষ টাকার সোনার গহনা সহ মোট প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে এলাকায় যায় ক্যানিং থানার পুলিশ। ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্বজিতের অভিযোগ, গত ১৮ জানুয়ারি থেকে বিশেষ কাজে পরিবার-সহ বাইরে গিয়েছিলেন। শনিবার বাড়িতে এসে দেখেন বাড়ির মূল দরজার তালা ভাঙা। এরপরে তিনি ঘরে ঢুকে দেখেন ঘরের চিলেকোঠার এডবেস্টার খোলা রয়েছে। তালাভাঙা ঘরে ঢুকে দেখেন আলমারি তছনছ করে এবং আলমারি লকার সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তার ভিতরে ঢাকা নগদ ৭ লক্ষ টাকা ও ৩ লক্ষ সোনার গহনা আনুমানিক মোট ১০ লক্ষ নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।

বিশ্বজিৎ বলেন, “পরিবারের দিক থেকে আর্থিক সঙ্গতি আমার ভাল। আমি ঘর বানাবো। সেই কারণে ব্যাঙ্ক থেকে টাকা তুলি। ঘরে ৭ লক্ষ টাকা ক্যাশ ছিল। সোনা-গয়বা ছিল। রবিবার হঠাৎ ফোন আসে। শ্বশুরমশাই অসুস্থ। সেই কারণে গিয়েছিলাম দেখতে। ব্যাস এসে দেখি সব চুরি গিয়েছে।”