Baruipur: দিনহাটা থেকে বারুইপুরে এসে ছিল বড় প্ল্যান! স্টেশনে নেমে সবে ট্রলিটা খুলতেই এসে গেল পুুলিশ

Baruipur: ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বারুইপুরের সূর্যপুরে। এখানেই ট্রলি ব্যাগে কোচবিহারের দিনহাটা থেকে মাদক এনে বিক্রির চেষ্টা করছিল ওই তিন জন। বারুইপুরের শাসন স্টেশনে এসে অন্য গাড়ি ধরার ছক ছিল তাদের।

Baruipur: দিনহাটা থেকে বারুইপুরে এসে ছিল বড় প্ল্যান! স্টেশনে নেমে সবে ট্রলিটা খুলতেই এসে গেল পুুলিশ
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 27, 2025 | 1:18 PM

বারুইপুর: কোচবিহার থেকে মাদক এনে বারুইপুরে বিক্রির চেষ্টা। পুলিশের তৎপরতায় গ্রেফতার তিন মাদক কারবারিকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বারুইপুরের সূর্যপুরে। এখানেই ট্রলি ব্যাগে কোচবিহারের দিনহাটা থেকে মাদক এনে বিক্রির চেষ্টা করছিল ওই তিন জন। বারুইপুরের শাসন স্টেশনে এসে অন্য গাড়ি ধরার ছক ছিল তাদের। কিন্তু বারুইপুর থানার পুলিশের কাছে আগেই খবর এসে যায়। শাসন বাইপাসের নির্মীয়মাণ জল ট্যাঙ্কের কাছে আসতেই পাকড়াও করে পুলিশ। 

গ্রেফতার করা হয়েছে আব্দুল বাসার মণ্ডল ওরফে খোকন, লাদেন হক ও মৃণাল হককে। তাঁদের কাছ থেকে ট্রলি ব্যাগ পাওয়া গিয়েছে তাতেই ৩৫ কেজি গাঁজা ছিল। একইসঙ্গে তিনটি মোবাইল ফোন ও নগদ ২২৭০ টাকা উদ্ধার হয়েছে। এরমধ্যে খোকনের বাড়ি বারুইপুরের সূর্যপুরে। লাদেনের বাড়ি কোচবিহার জেলার দিনহাটা থানার করালা গ্রামে। মৃণালেরও বাড়ি দিনহাটার করালা গ্রামে।

পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ এসে সেখান থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে তিনজনে। সেখান থেকে শাসন স্টেশনে আসে। সেখানেই তাঁদের পাকড়াও করে পুলিশ। কিন্তু, উত্তরবঙ্গ থেকে এতগূর ট্রলি ভর্তি মাদক নিয়ে এলেও কীভাবে তা রেল পুলিশের নজর এড়িয়ে গেল তা নিয়ে উঠছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, দিনহাটার দু’জনের কাছ থেকে ওই মাদক কিনছিল বারুইপুরের খোকন। তিনজনকে জিজ্ঞাসাবাদ করেই এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে।