Royal Bengal Tiger Attack VIDEO: রয়্যাল বেঙ্গলের মুখে বনকর্মীর মাথা, লাঠির আঘাত খেয়েও ছাড়ল না কামড়…মৈপীঠে হাড়হিম করা দৃশ্য

Abhigyan Naskar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 10, 2025 | 12:21 PM

Tiger Attack: পায়ের ছাপ দেখেই রাতে জাল পাতা হয়। আজ সকালে যখন বাঘের সন্ধানে বেরন বনকর্মীরা, এমন সময়ে এক বনকর্মীর ঘাড়ে লাফিয়ে পড়ে বাঘটি। 

Royal Bengal Tiger Attack VIDEO: রয়্যাল বেঙ্গলের মুখে বনকর্মীর মাথা, লাঠির আঘাত খেয়েও ছাড়ল না কামড়...মৈপীঠে হাড়হিম করা দৃশ্য

Follow Us

মৈপীঠ: বাঘে মানুষে টানাটানি। বাঘের মুখে বনকর্মী। লোকালয়ে ঢুকে বনকর্মীর উপরে হামলা বাঘের। কামড়ে ধরল বনকর্মীকে। লাঠির আঘাত খেয়েও ছাড়তে চাইল না বনকর্মীকে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মৈপীঠে।

জানা গিয়েছে, গতকালই মৈপীঠে ঢুকে পড়েছিল বাঘটি। পায়ের ছাপ দেখেই রাতে জাল পাতা হয়। আজ সকালে যখন বাঘের সন্ধানে বেরন বনকর্মীরা, এমন সময়ে সর্ষের ক্ষেত থেকে বেরিয়ে আসে বাঘটি। বনকর্মীদের একদম সামনে চলে আসে বাঘটি। সোজা এক বনকর্মীর ঘাড়ে লাফিয়ে পড়ে বাঘটি।

তাঁকে বাঁচানোর জন্য লাঠি দিয়ে আঘাত করা হলেও, ভয়ঙ্কর কামড়ে ধরে রেখেছিল বনকর্মীকে। শেষ পর্যন্ত বনকর্মীকে কোনওমতে উদ্ধার করা হয়। কুলতলির ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। জীবন-মরণের টানাটানি চলছে।

গ্রামের মধ্যে বাঘ ঢুকে পড়ায় এমনিই চাঞ্চল্য ছড়িয়েছে। খোলা মাঠে বাঘ চলে আসায় এবং বনকর্মীকেই কামড়ে নিয়ে যাওয়ায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, এই বাঘকে বাগে আনার জন্য বেগ পেতে হবে। বাঘ খোলা মাঠে চলে এলে তাকে কাবু করার একমাত্র উপায় হল ট্রাঙ্কুলাইজার বা ঘুমের ওষুধ গুলি করা। সেই কাজ করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। ততক্ষণে যদি আরও গ্রামবাসীর উপরে হামলা করে, তাতে আরও ভয়ঙ্কর কাণ্ড হবে। গোটা ঘটনায় ভয়ে সিঁটিয়ে গ্রামবাসীরা।