Tiger Attack: ঝুপ করে নৌকায় ঝাঁপ, মৎস্যজীবীর ঘাড়ে কামড় বসিয়ে তুলে নিয়ে গেল বাঘ

Tiger Attack: গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার কালিদাস পুরের বাসিন্দা পেশায় মৎস্যজীবী চিরঞ্জিত মন্ডল, তরুণ বৈদ্য ও অপূর্ব গায়েন সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। গত ৩১ অগস্ট তাঁরা মাছ ধরতে গিয়েছিলেন।

Tiger Attack: ঝুপ করে নৌকায় ঝাঁপ, মৎস্যজীবীর ঘাড়ে কামড় বসিয়ে তুলে নিয়ে গেল বাঘ
ভেঙে পড়েছেন মৎস্যজীবীর পরিবারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 10, 2025 | 4:29 PM

দক্ষিণ ২৪ পরগনা:  সুন্দরবনের গোসাবার সঙ্গী মৎস্যজীবীদের সামনে থেকে এক মৎস্যজীবীকে জঙ্গলে ধরে নিয়ে গেল বাঘ। সুন্দরবনের চামটার জঙ্গলের ঘটনা। জানা গিয়েছে, নিখোঁজ মৎসজীবীর নাম চিরঞ্জীত মন্ডল। তাঁর বাড়ি গোসাবার কালিদাসপুরে।
গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। মৎস্যজীবীর খোঁজে চলছে তল্লাশি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার কালিদাস পুরের বাসিন্দা পেশায় মৎস্যজীবী চিরঞ্জিত মন্ডল, তরুণ বৈদ্য ও অপূর্ব গায়েন সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। গত ৩১ অগস্ট তাঁরা মাছ ধরতে গিয়েছিলেন।  চিরঞ্জীতের সঙ্গীরা জানাচ্ছেন, সোমবার বিকালে যখন চামটার জঙ্গলের কাছে মাছ ধরছিলেন, সেই সময় হঠাৎ একটি বাঘ নৌকার উপরে লাফিয়ে পড়ে। আচমকাই বাঘ এসে পড়ায়, প্রথমে তাঁরা হকচকিয়ে যান। আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠেই  তাঁরা বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন।

চিরঞ্জীতের সঙ্গীদের দাবি,  মন্ডল নামে এক মৎসজীবীকে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়।তাঁর সঙ্গে থাকা অপর দুই মৎসজীবী পিছনে ধাওয়া করেও চিরঞ্জিতের খোঁজ পায়নি। দীর্ঘক্ষণ তাঁরা খোঁজ চালান। এরপর সঙ্গে থাকা দুই মৎসজীবী মঙ্গলবার বিকালে এলাকায় ফেরেন এবং বন দফতর ও সুন্দরবন কোস্টাল থানায় খবর দেওয়া হয়।ঘটনার খবর পেয়ে গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ও বন দফতর যৌথ উদ্দ্যোগে নিখোঁজ মৎসজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনার খবর এলাকায় জানাজানি হতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।