AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaynagar: পাছে কেউ অন্ধকার করে দেয়! বিদ্যুতের ট্রান্সফর্মারের সামনেও কড়া প্রহরা, ছোট্ট তিলোত্তমার দেহ গ্রামে ঢোকার আগে অত্যন্ত তৎপর পুলিশ

Jaynagar: সন্ধ্যা নামতেই বেড়েছে পুলিশের সংখ্যা। বারুইপুর পুলিশ জেলা সহ পার্শ্ববর্তী বসিরহাট পুলিশ জেলা থেকে ফোর্স এবং অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিকরা(SDPO )এসে পৌঁছে গেছেন কৃপাখালি হালদারপাড়া এলাকায়। মোতায়েন রয়েছে র‌্যাফ (RAF),STRACO,লাঠি ধারী পুলিশ,টিয়ার সেল,মহিলা পুলিশের বাহিনীও মোতায়েন রয়েছে।

Jaynagar: পাছে কেউ অন্ধকার করে দেয়! বিদ্যুতের ট্রান্সফর্মারের সামনেও কড়া প্রহরা, ছোট্ট তিলোত্তমার দেহ গ্রামে ঢোকার আগে অত্যন্ত তৎপর পুলিশ
গ্রামে ঢুকছে নাবালিকার দেহImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 07, 2024 | 9:39 PM
Share

কুলতলি: জয়নগরে নির্যাতিতার দেহ পৌঁছনোর আগেই গোটা গ্রামজুড়ে পুলিশে-পুলিশে ছয়লাপ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় তার জন্য গোটা গ্রাম ঘিরে ফেলেছে পুলিশ। এ দিকে, এই নির্মম ঘটনার প্রতিবাদে গ্রামের মহিলা থেকে পুরুষ সোমবারও নেমেছেন পথে। তাঁদের মুখেও ধ্বনিত হল ‘জাস্টিস’ স্লোগান।

সন্ধ্যা নামতেই বেড়েছে পুলিশের সংখ্যা। বারুইপুর পুলিশ জেলা সহ পার্শ্ববর্তী বসিরহাট পুলিশ জেলা থেকে ফোর্স এবং অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিকরা(SDPO )এসে পৌঁছে গেছেন কৃপাখালি হালদারপাড়া এলাকায়। মোতায়েন রয়েছে র‌্যাফ (RAF),STRACO,লাঠি ধারী পুলিশ,টিয়ার সেল,মহিলা পুলিশের বাহিনীও মোতায়েন রয়েছে।

এছাড়া নির্যাতিতার বাড়ি এলাকার পৌঁছনোর আগের আর একটি যে রাস্তা,সেখানেও লাঠি ধারীপুলিশের টহলদারি। দেহ গ্রামে এসে পৌঁছানোর আগেই কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি হয়েছে। পাশাপাশি বিদ্যুতের ট্রান্সফর্মারের কাছেও বসেছে পুলিশ বাহিনী। কোনওভাবে যাতে লাইট নিভিয়ে না দেওয়া হয় সেই কারণে মোতায়েন রয়েছে পুলিশ।

প্রসঙ্গত, আরজি করের আবহের মধ্যেই গত শুক্রবার চতুর্থ শ্রেণির নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় বাড়ির কাছ থেকে। পরিবারের দাবি, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিচার চেয়ে পথে নামে গ্রামবাসী।