Basanti: টিউবয়েলের জল নিয়েও তৃণমূল-বিজেপির সংঘর্ষ!
এই ঘটনায় বিজেপির দুই মহিলা সমর্থক গুরুতর আহত হয়েছেন। এক তৃণমূল কর্মীও গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘিরে দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে বাসন্তী থানায়। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চুনাখালি এলাকায়। ঘটনার তদন্তে নেমে এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। এই ঘটনায় তৃণমূল ও বিজেপি দোষারোপ করেছে একে অপরকে।

বাসন্তী: ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। টিউবয়েলের জল নিয়ে বচসা। তাই পরিণত হয় রাজনৈতিক সংঘর্ষে। এই ঘটনায় বিজেপির দুই মহিলা সমর্থক গুরুতর আহত হয়েছেন। এক তৃণমূল কর্মীও গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘিরে দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে বাসন্তী থানায়। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চুনাখালি এলাকায়। ঘটনার তদন্তে নেমে এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। এই ঘটনায় তৃণমূল ও বিজেপি দোষারোপ করেছে একে অপরকে।
চুনাখালি গ্রামের এক পানীয় জলের টিউবওয়েলে জল অপচয় করার অভিযোগ ওঠে শান্তি মাইতি এবং সীমা মাইতির বিরুদ্ধে। তাঁরা এলাকায় বিজেপি সমর্থক বলে পরিচিত। জল অপচয় দেখে প্রতিবাদ করেছিলেন তৃণমূল কর্মী সমর্থক নাড়ু ওরফে খোকন মাইতি। অভিযোগ প্রতিবাদ করতেই সুদীপ্ত মাইতি, দীপঙ্কর মাইতি, খোকন হালদার, বিশ্বজিত হালদার, স্বপন মাইতিরা লাঠি লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় নাড়ুর। ঘটনার খবর পেয়ে অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা আক্রান্ত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য বাসন্তী হাসপাতালে নিয়ে যায়। পরে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয় বিজেপি কর্মী সমর্থদের বিরুদ্ধে।
যদিও এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সমর্থক শান্তি মাইতি, সীমা মাইতিরা তৃণমূল কর্মী সমর্থককে মারধর করার কথা অস্বীকার করেছে। উল্টে তাদের অভিযোগ বিজেপি করার অপরাধেই বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয়েছে, লুঠপাট ও ভাঙচুর চালানো হয়েছে। অন্যদিকে ব্লক তৃণমূলের নেতারা এই ঘটনাকে পারিবারিক বিবাদ বলে উল্লেখ করে জানিয়েছে, যে বিজেপি ঘটনাটিকে রাজনৈতিক রঙ লাগাতে চাইছে।





