Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC-ISF Group Clash: ভাঙড়ে ISF কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, অভিযুক্ত তৃণমূল

TMC-ISF Group Clash: সোমবার সকালে চাষের কাজে যাচ্ছিলেন আইএসএফ নেতা ইসলাম মোল্লা। অভিযোগ, রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এমনকী, কয়েকজন থামাতে গেলে তাঁদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

TMC-ISF Group Clash: ভাঙড়ে ISF কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, অভিযুক্ত তৃণমূল
আহত আইএসএফ কর্মী Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 1:43 PM

ভাঙড়: ঠান্ডায় জুবুথুবু রাজ্যবাসী। কিন্তু ভাঙড়ের ছবিটা আলাদা। সেখানে ঠান্ডা আবহাওয়া থাকলেও, রাজনৈতিক পারদ যেন সব সময় উপরে। কারণ ফের উত্তেজনা তৈরি হয়েছে সেখানে। এক আইএসএফ কর্মীকে বন্দুকে বাঁট দিয়ে মারার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বেঁওতা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

সোমবার সকালে চাষের কাজে যাচ্ছিলেন আইএসএফ নেতা ইসলাম মোল্লা। অভিযোগ, রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এমনকী, কয়েকজন থামাতে গেলে তাঁদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ইসলাম মোল্লাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আহত আইএসএফ কর্মীর ছেলে বলেন, “বাবা চাষ করতে যাচ্ছিল। হঠাৎ করে জানতে পারি আমার বাবাকে তৃণমূলের লোকজন বন্দুকের বাঁট দিয়ে মেরেছে। মাথা ফেটে গিয়েছে, ঠোঁট কেটে গিয়েছে। এই সব করার কারণ, গত পঞ্চায়েত নির্বাচনে আমার মা আইএসএফ-এর হয়ে দাঁড়িয়েছে। এই প্রথম নয়। এর আগেও ওরা আমার বাবাকে মেরেছে। পঞ্চায়েত ভোট হয়ে গেছে কতদিন হয়ে গেল। তারপরও ওরা আমার বাবাকে মারল।” এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এখানে অত্যাচার করছে শওকত মোল্লা। অথচ এখানে নওশাদ সিদ্দিকি ঢুকতে পারেন না। নওশাদ ভিন্ন মতাদর্শের। কিন্তু ওখানকার বিধায়ক যেত দেওয়া উচিত ছিল।”