Sonarpur: বিজেপি কর্মীর জায়গা জবর দখলের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

Sonarpur: এলাকায় নিয়মিত পুলিশ টহলদারী চলছে ৷ এছাড়া ওই জায়গায় সমস্ত ধরনের নির্মাণকার্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷

Sonarpur: বিজেপি কর্মীর জায়গা জবর দখলের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা
এলাকা জবর দখলের অভিযোগ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2023 | 9:26 AM

সোনারপুর: বিজেপি কর্মীর জায়গা জোর করে জবরদখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাধা দিতে গেলে ওই বিজেপি কর্মীকে মারধরও করা হয়। এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাবাকে। গোটা ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।ঘটনাটি ঘটেছে সোনারপুর ব্লকের খেয়াদহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঠিপোতায় ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে খবর ৷ এলাকায় নিয়মিত পুলিশ টহলদারী চলছে ৷ এছাড়া ওই জায়গায় সমস্ত ধরনের নির্মাণকার্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷

সূত্রের খবর, বিজেপি কর্মীর নাম শ্যামলী দাস ৷ তাঁর ছোটছেলে মিলন দাস এই বুথের বিজেপির সভাপতি ৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকেই বাড়িছাড়া শ্যমলী দেবীর দুই ছেলে প্রবীর দাস ও মিলন দাস ৷ তাঁদের বাড়িও ভাঙচুর করা হয় ৷ ছোট বৌমাকে নিয়ে সেই থেকে দুজনে মিলে ভাঙা বাড়িতে থাকেন বলে দাবি করেন শ্যমলী দেবী ৷

বিজেপি নেত্রীর অভিযোগ, এই বুথের পুর্বতন পঞ্চায়েত সদস্য ও বর্তমান পঞ্চায়েত সদস্যার বাবা উমা বাগের নেতৄত্বে জোর করে তাঁর জায়গা দখল করে সেখানে বাড়ি তৈরি করা হচ্ছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে তাকে মারধরও করা হয় ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ যদিও বিষয়টি অস্বীকার করেছেন উমা বাগ ও তাঁর পরিবার । উমার মেয়ে  রীতা মণ্ডল জানান, “অভিযোগ ভিত্তিহীন ৷ সামনে পঞ্চায়েত ভোট বিজেপির এলাকায় কোনও সংগঠন নেই ৷ নিজেদের প্রাসঙ্গিক করে তুলতেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।”