Baruipur: টোটোতে চার্জ দিতে গিয়ে ঘটে গেল চরম দুর্ঘটনা, হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না যুবককে

Baruipur: পরিবারের সদস্যরা জানাচ্ছেন, প্রতিদিনের মতো বুধবার সকালেও টোটো নিয়ে কাজে বেরোনোর তোড়জোড় করছিলেন বিশ্বনাথ। টোটোতে চার্জ দিচ্ছিলেন তার আগে। তখনই ঘটে যায় এই ঘটনা।

Baruipur: টোটোতে চার্জ দিতে গিয়ে ঘটে গেল চরম দুর্ঘটনা, হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না যুবককে
বিশ্বনাথ সর্দার Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 26, 2023 | 5:17 PM

বারুইপুর: অটোর পাশাপাশি বর্তমানে টোটোর সংখ্যাও ক্রমেই বাড়ছে। বর্তমানে আম-আদমির নিত্যদিনের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যমও হয়ে উঠেছে এই টোটো (Toto)। খুলেছে নতুন রোজগারের পথও। এদিকে নিজের টোটোতে চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বারুইপুরে। মৃতের নামে বিশ্বনাথ সর্দার (৩৫)। বাড়ি বারুইপুর থানার অন্তর্গত পূর্ব বৃন্দাখালি অঞ্চলে। ঘটনাটি ঘটেছে তাঁর নিজেরই বাড়িতে। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। 

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, প্রতিদিনের মতো বুধবার সকালেও টোটো নিয়ে কাজে বেরোনোর তোড়জোড় করছিলেন বিশ্বনাথ। চার্জ দিচ্ছিলেন তার আগে। চার্জ দিতে গিয়েই আচমকা বিদ্যুৎপৃষ্ট হয়ে যান তিনি। তাঁর চিৎকার শুনেই ছুটে আসেন পরিবারের অন্য সদস্যরা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ। 

ঘটনায় স্থানীয় বাসিন্দা সুদর্শন সর্দার বলছেন, “ও তো প্রায় ৪-৫ বছর ধরে টোটো চালায়। বিয়েও হয়েছে কিছুদিন আগে। ওর উপার্জনেই সংসার চলত। আজ সকালে টোটোতে চার্জ দিতে গিয়ে এই ঘটনা ঘটে যায়। যখন এ ঘটনা ঘটে তখন সবাই ঘুমাচ্ছিল। ওর চিৎকার শুনে সবাই ছুটে আসে। এসে দেখে ও টোটোর পাশে পড়ে আছে।”