Tigers in Sundarbans : সুন্দরবনের বুক চিরে ঘুরছিল ‘বনলতা’, মাঝির কথা শুনে তাকাতেই চক্ষু ছানাবড়া পর্যটকদের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jan 25, 2023 | 10:35 PM

Tigers in Sundarbans : কথায় আছে ভাগ্য সহায় না হলে সুন্দরবনে (Sundarbans) গিয়ে বাঘের দেখা পাওয়া মুশকিল। কিন্তু, এদিন ভাগ্য সহায় হল জয়নগরের পর্যটকদের।

Tigers in Sundarbans : সুন্দরবনের বুক চিরে ঘুরছিল বনলতা, মাঝির কথা শুনে তাকাতেই চক্ষু ছানাবড়া পর্যটকদের
প্রতীকী ছবি

Follow Us

জয়নগর: প্রতি বছর সুন্দরবনে (Sundarbans) ঘুরতে যান অনেকেই। শীতকাল (Winter) হলে তো কথাই নেই। শীতের মনোরম পরিবেশে নদীর বুকে নৌকা বিহারের আনন্দ নিতে আরও বাড়ে ভিড়। কিন্তু, কথায় আছে ভাগ্য সহায় না হলে সুন্দরবনে গিয়ে বাঘের (Royal Bengal Tiger) দেখা পাওয়া মুশকিল। কিন্তু, এদিন ভাগ্য সহায় হল জয়নগরের পর্যটকদের। ‘ভিআইপি’ বাঘের দর্শন পেলেন পর্যটকরাI সূত্রের খবর, বুধবার সুন্দরবনে পিরখালির জঙ্গল থেকে একটি বাঘ পর্যটকদের সামনে দিয়েই সাঁতরে চলে যায় দোবাকি ক্যাম্পের কাছের জঙ্গলে।

সেই দুর্লভ ছবি ক্যামেরাবন্দি হয়ে যায় পর্যটকদের ক্যামেরায়। সূত্রের খবর, এদিন জয়নগর থেকে ১২ জনের একটি পর্যটকদের দল সুন্দরবনের ঘুরতে আসেI কুলতলির কৈখালি ঘাট থেকে পর্যটকরা বনলতা বোটে শুরু করেন নৌকা বিহার। ঝড়খালি থেকে বন দফতরের অনুমতি নিয়ে নবাকি, দোবাকি হয়ে পিরখালি জঙ্গল এলাকায় নদীপথে ঘুরতে থাকে নৌকা। পিরখালি জঙ্গলের কাছে আসতেই শোরগোল শুরু হয়ে যায় নৌকায়। সবাই দেখেন চিৎকার করে কিছু একটা দেখাচ্ছেন মাঝি। তাঁর নির্দেশ লক্ষ্য করে নদীর জলে চোখ যেতেই অবাক হয়ে যান সকলে। দেখা যায় সাঁতরে নদী পার হচ্ছে আস্ত একটা রয়েল বেঙ্গল টাইগার। বাঘ দেখে উত্তেজিত হয়ে পড়েন পর্যটকরা। ছবি তোলারও হিড়িক পড়ে যায় সকলের মধ্যে। কয়েক ঘন্টার জন্য সুন্দরবন ভ্রমণ করতে গিয়ে বাঘের দর্শন মেলায় দারুণ খুশি সকলেই।

বনলতা বোটের চালক নিখিল হালদার বলেন, “জয়নগর থেকে আজ কিছু পর্যটক এসেছিলেন। আমার নৌকাতেই তাঁরা বন দফতরের অনুমতি নিয়ে নবাকি, দোবাকি, হয়ে পিরখালি জঙ্গলের আশেপাশে ঘুরছিলেন। আমরা যখন পিরখালির জঙ্গলের দিক থেকে আসছিলাম তখনই বাঘটিতে দেখতে পাই। তারপরই আমি নৌকার যাত্রীদের দেখাই। দেখা যায় নদীতে সাঁতরে অন্য পাড়ে যাচ্ছে একটা আস্ত বাঘ। বাঘের দেখা পেয়ে সকলেই খুব খুশি।”

Next Article