কুলতুলি : হাতে আর মাত্র কটা দিন। যে কোনও মুহূর্তে ঘোষণা হয়ে যাবে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। এদিকে এরইমধ্যে রাজ্যের নানা প্রান্ত থেকে আসা গোষ্ঠীদ্বন্দ্বের খবরে অস্বস্তি বেড়েছে শাসকদল তৃণমূলের কংগ্রেসের (Trinamool Congress)। তবে ভোটের আগে প্রচারে কেউই কাউকে এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ শাসক-বিরোধীরা। এরইমধ্যে কুলতলিতে তৃণমূল-বিজেপি (Trinamool-BJP Clash) সংঘর্ষে ব্যাপক উত্তেজনা। আহত দুই পক্ষের কমপক্ষে ৫ জন। কুলতলি ব্লকের মৈপীঠ উপকূল থানা এলাকাতে রবিবার তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়l সূত্রের খবর, এদিন কিশোরীমোহনপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়েছিলl সেখানে এলাকার দলীর কর্মী-সমর্থকরা জড়োও হয়েছিলেন। অভিযোগ সেই অনুষ্ঠান শেষ হতেই ওই এলাকায় আসতে শুরু করে তৃণমূলের লোকজন। পাঁচ মাথার মোড় এলাকায় ঘিরে ফেলা হয় বিজেপির কর্মী-সমর্থকদেরl
বচসা শুরু হয়ে যায় উভয় দলের কর্মীদের মধ্যে। কথা কাটাকাটি শেষ পর্যন্ত হাতাহাতিতে পৌঁছায়। তাঁদের থামাতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। কিন্তু, তাতেও বিশেষ কোনও কাজ হয়নি। বাড়তে থাকে উত্তেজনা। বিজেপি কর্মীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধেl মারধরের জেরে আহত হন বিজেপির তিনজনl তার মধ্যে এক জনের মাথা ফেটে
যায়l খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে মৈপীঠ উপকূল থানার পুলিশ। তৃণমূলের দাবি, হামলা প্রথম করেছে বিজেপিই। তাতে তাঁদের দলের দুজন গুরুতরভাবে আহত হয়েছে। আহত পাঁচ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়l এখনও এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশl চাপা উত্তেজনা গোটা এলাকাতেই। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপির পক্ষ থেকে জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক বিকাশ সর্দার বলেন, “কুলতলি বিধানসভায় বিজেপির কর্মীদের উপর লাগাতার হামলা হচ্ছে। শাসকদলের নেতারা আজকে কয়য়লা চুরি, গরু চুরি, নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছে অনেকে। কুলতলির মানুষ সবই দেখছে। শাসকদল বুঝতে পারছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে কারণেই পঞ্চায়েত ভোটের আগে ভয়ে এসব করছে।” পাল্টা তোপ দেগেছে তৃণমূলও। ব্লক তৃণমূল সভাপতি পিন্টু প্রধান বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, “বুথ মিটিংয়ের নাম করে বিজেপির ভাড়া করা হার্মাদরা এসে কুলতলিতে ঝামেলা পাকাচ্ছে। তৃণমূল কর্মীদের মারধর করছে। শান্ত কুলতলিকে অশান্ত করছে। মানুষ সবই দেখতে পাচ্ছে।”