AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আব্বাস সিদ্দিকির সভায় যাওয়ায় আইএসএফ কর্মীর বাড়িতে ‘আগুন’

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ঘটনাকে ঘিরে উত্তপ্ত ভাঙড়ের (Bhangore) বোদরা সাপা গ্রাম। ঘটনায় এখনও পর্যন্ত ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আব্বাস সিদ্দিকির সভায় যাওয়ায় আইএসএফ কর্মীর বাড়িতে 'আগুন'
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Mar 22, 2021 | 12:24 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: আব্বাস সিদ্দিকির (Abbas Siddique) সভায় যাওয়ায় এ বার এক আইএসএফ (ISF) কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। তাঁকে বেধড়ক মারধর করারও অভিযোগ উঠেছে। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ঘটনাকে ঘিরে উত্তপ্ত ভাঙড়ের (Bhangar) বোদরা সাপা গ্রাম। ঘটনায় এখনও পর্যন্ত ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাঙড়ের বোদরার সাপা গ্রামের বাসিন্দা আব্বাস অনুগামী আজিত মোল্লার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার বিকালে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আব্বাস সিদ্দিকির সভা ছিল। সেই সভাতেই গিয়েছিলেন আজিত মোল্লা এবং তাঁর পরিবারের সদস্যরা।

রবিবার রাতেই তৃণমূলের কর্মীরা কেরোসিন তেল ঢেলে তাঁর বাড়ি জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। প্রতিবেশীরা দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে পুরো বাড়িটাই। থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথে অজিত মোল্লার ওপর তৃণমূল কর্মীরা হামলা করে বলেও অভিযোগ।

আরও পড়ুন: গোপীবল্লভপুরে তৃণমূল কর্মী খুনে শুরু রাজনৈতিক তরজা, চড়ছে উত্তাপ

পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। ভাঙড় থানার পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে।যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।