ব্যাক টু ব্যাক প্রচারে আজ বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, অভিষেকের ডায়মন্ড হারবারেও শাহি-সভা

দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট রয়েছে। নবান্ন দখলের লড়াইয়ে হটসিট এই কেন্দ্র।

ব্যাক টু ব্যাক প্রচারে আজ বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, অভিষেকের ডায়মন্ড হারবারেও শাহি-সভা
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 11:17 AM

কলকাতা: প্রথম দফায় (West Bengal elections 2021) তিরিশের মধ্যে ২৬ আসন জয়ের দাবি ইতিমধ্যেই করেছেন তিনি। এবার লক্ষ্য দ্বিতীয় দফা। বিশেষ করে নন্দীগ্রাম। মঙ্গলবার দ্বিতীয় দফা ভোটের শেষ দিনের প্রচারে ফের বঙ্গে ঝড় তুলতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই মেদিনীপুর চষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে জনসভা করার কথা তাঁর।

মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ নন্দীগ্রামে রোড শো করবেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর সমর্থনে এই রোড শো করবেন তিনি। সেখান থেকে চলে যাবেন পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। সেখানে বেলা ১টা ৩৫ নাগাদ রোড শো রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে এই রোড শো করবেন তিনি। বিকেল ৩ টে ৫ নাগাদ পাঁশকুড়ায় রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৪টে ৪০ নাগাদ ডায়মন্ড হারবারে পৌঁছবেন অমিত শাহ। সেখানকার প্রার্থী দীপক হালদারের সমর্থনে জনসভা রয়েছে তাঁর।

বঙ্গ সফরে অমিত শাহ

*মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ নন্দীগ্রামে রোড শো *শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করবেন তিনি *সেখান থেকে পশ্চিম মেদিনীপুরের ডেবরা *দুপুর ১টা ৩৫ নাগাদ ডেবরায় রোড শো *ভারতী ঘোষের সমর্থনে রোড শো করবেন তিনি *বিকেল ৩ টে ৫ নাগাদ পাঁশকুড়ায় রোড শো *বিকেল ৪টে ৪০ নাগাদ ডায়মন্ড হারবার *দীপক হালদারের সমর্থনে ডায়মন্ড হারবারে জনসভা রয়েছে

বারবার ভোটপ্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে তুলোধনা করেছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। বিভিন্ন কেলেঙ্কারি, তছরূপের অভিযোগে বারবার বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের উপর ক্ষোভ থেকেই নাকি দিলীপ হালদার ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বলে অভিযোগ। সেই দিলীপকেই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের এবারের মুখ করেছে বিজেপি। তাঁর প্রচারে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সভা করবেন সেখানে।