
দক্ষিণ ২৪ পরগনা: রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। যেখান থেকে দেহটি পাওয়া গিয়েছে তার ঠিক উল্টোদিকে পাওয়া গিয়েছে মাথায় চুল, ছাতা। অন্যদিকে মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে পুরুষের চটি। এই ঘটনায় নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশের অনুমান, পরকিয়া সংক্রান্ত কোনও ঘটনার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। মঙ্গলবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে নেতড়া ও বাসুলডাঙা স্টেশনের মাঝে রেল লাইনের ধার থেকে দেহটি উদ্ধার হয়।
মৃতের পরিচয় জানার চেষ্টা করছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর শরীরে ধারাল অস্ত্র দিয়ে একাধিকবার কোপানোর আঘাত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলাকে যখন উদ্ধার করা হয় গলার কাছে কাটা ছিল। সেই কাটা অংশ কাপড়ের আঁচল দিয়ে ঢাকা। পরিকল্পনা করে খুন করা হয়ে থাকতে পারে বলেই মনে করছে পুলিশ।
মেয়েটির বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এমনও হতে পারে অন্যত্র মেরে এখানে ফেলে রেখে গিয়েছে কেউ বা কারা। সবদিক খোলা রেখেই তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই ওই তরুণীর ছবি আশেপাশের সমস্ত থানায় পাঠানো হয়েছে। মঙ্গলবার দেহের ময়নাতদন্ত হবে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে। স্থানীয় বাসিন্দা মুর্শিদ আলম মোল্লা বলেন, “সকালে দেখি রেললাইনের ধারে এক মহিলা পড়ে আছেন। ওনার ব্যাগ থেকে একটা ডায়মন্ড হারবার হাসপাতালের টিকিট পাওয়া গিয়েছে। হতে পারে উনি হাসপাতালে গিয়েছিলেন। মনে হচ্ছে রাতের দিকে ঘটনা ঘটেছে।” আরেক স্থানীয় বাসিন্দা সইফুদ্দিন বলেন, “এই ঘটনা খুন ছাড়া তো মনে হয় না আর কিছু। গলার কাছে কাটা। ধারাল অস্ত্র চালিয়েছে মনে হচ্ছে। উপুড় হয়ে রেললাইনের উপর পড়েছিল ওই মহিলা।”