West Bengal Panchayat Elections 2023: ভাঙড় রয়েছে ভাঙড়েই! গণনার আগের রাতে উদ্ধার তাজা-তাজা বোমা
West Bengal Panchayat Elections 2023: দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙরের কাশিপুর থানার পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টোনা এলাকা। সেখানে শৌচালয়ের ঘরের ছাদের উপর বোমা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা।
কাশি: মঙ্গলবার ভোট গণনা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। কিন্তু ভোট গণনার আগের দিন কাশিপুরে উদ্ধার বোমা। যার জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙরের কাশিপুর থানার পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টোনা এলাকা। সেখানে শৌচালয়ের ঘরের ছাদের উপর বোমা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। দ্রুত খবর পৌঁছয় কাশিপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার পুলিশ।
বস্তুত, ভাঙড় যেন ভাঙড়েই রয়েছে। এ দিন, আইএসএফ প্রার্থী কাউন্টিং সেন্টারের ভিতরেরই ঢুকতে পারছেন না ভয়ে। তাঁদের বক্তব্য, এলাকায় ঢুকলেই শাসকদলের লোকজন তাঁদের প্রাণে মেরে ফেলবে। আইএসএফ-এর এক প্রার্থী বলেন যে, মনোনয়ন জমার পর থেকেই তিনি প্রায় এক মাসের উপর বাড়ির বাইরে রয়েছেন। জানেন না কবে ঢুকতে পারবেন। পুলিশকে তৃণমূল কিনে রেখেছে।
এ দিকে, কিছুক্ষণ আগেই এসপি এসেছেন গণনা কেন্দ্রে। পুলিশ-প্রশাসনের দাবি ভাঙড়ে যে ঘটনা ঘটে গিয়েছে তা আর পুনরায় ঘটবে না।