West Bengal Panchayat Elections 2023: ভাঙড়ে বোমায় ঝলসে গেল দুই শিশু, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তর

West Bengal Panchayat Elections 2023: শিশুপুত্রের বয়স ৭ ও ৪ বছরের একটি বাচ্চা মেয়ে মারাত্মক আহত হয়েছে। তার মধ্যে ছেলেটির আঘাত গুরুতর। তার মাথার পাশ থেকে রক্তে চুইয়ে বেরোচ্ছে।

West Bengal Panchayat Elections 2023: ভাঙড়ে বোমায় ঝলসে গেল দুই শিশু, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তর
ভাঙড়ে বোমা ফেটে আহত ২
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 11:37 AM

দক্ষিণ ২৪ পরগনা: ভোটের দিনেও আক্রান্ত শৈশব। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত দুই শিশু। ঘটনাস্থলে আবারও ভাঙড়। শনিবার সকালে ভাঙড়ের ছয়ানিতে বল ভেবে খেলতে গিয়ে আহত হয়েছে দুই শিশু। শিশুপুত্রের বয়স ৭ ও ৪ বছরের একটি বাচ্চা মেয়ে মারাত্মক আহত হয়েছে। তার মধ্যে ছেলেটির আঘাত গুরুতর। তার মাথার পাশ থেকে রক্তে চুইয়ে বেরোচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

রাতভর ভাঙড়ের বিভিন্ন এলাকা ছিল উত্তপ্ত। রাতভর চলেছে বোমাবাজি। গ্রামবাসীদের কথায়, বোমার শব্দে সারা রাত চোখের পাতা এক করতে পারেননি তাঁরা। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে হানাহানি। মনোনয়ন পর্ব থেকে যে অশান্তির অধ্যায় শুরু হয়েছিল, তা এখন রীতিমতো ক্লাইম্যাক্সে। সকালে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল দুই শিশু। ঝোপের মধ্যে দুটি সুতোলি পাকানো ‘বল’ পড়ে থাকতে দেখেছিল শিশু দুটি। বছর সাতেকের ছেলেটা স্বভাবসিদ্ধভাবেই বল ভেবে সেই সুতোলির গোল্লা হাতে তুলে নেয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আচমকাই বিকট শব্দ শুনতে পান তাঁরা। দৌড়ে ঘরের বাইরে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই শিশু। তাদের মুখের একপাশে ঝলসে গিয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্পর্শকতার ভাঙড়ে বাহিনীর কড়া নজরদারির কথা ছিল। সক্রিয় থাকার কথা ছিল পুলিশেরও। তারপরও কেন আক্রান্ত হতে হল শৈশবকে।