Arms Recover: বাড়িতে রীতিমতো অস্ত্র কারখানা! পঞ্চায়েত ভোটের আগে সমাজবিরোধী কার্যকলাপ বাড়ছে?

Abhigyan Naskar | Edited By: সায়নী জোয়ারদার

Mar 16, 2023 | 9:53 PM

South 24 Parganas: পুলিশের হাতে গ্রেফতার ওই ব্যক্তিকে বৃহস্পতিবার বিকালে বারুইপুর পুলিশসুপারের অফিসে নিয়ে আসা হয়।

Arms Recover: বাড়িতে রীতিমতো অস্ত্র কারখানা! পঞ্চায়েত ভোটের আগে সমাজবিরোধী কার্যকলাপ বাড়ছে?

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: বাড়িতে যেন অস্ত্র কারখানা (Arms Factory)! হানা গিয়ে বিপুল পরিমাণে অস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পঞ্চায়েত ভোটের আগেই ফের অস্ত্র কারখানার হদিস পেল বারুইপুর পুলিশ জেলার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার বালুইঝাঁকা গ্রামের বাড়িতে বুধবার রাতে হানা দেয় তারা। বাড়ির মালিক ঋষিকেশ মণ্ডলকে গ্রেফতার করা হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির নানারকম সরঞ্জাম।

পুলিশের হাতে গ্রেফতার ওই ব্যক্তিকে বৃহস্পতিবার বিকালে বারুইপুর পুলিশসুপারের অফিসে নিয়ে আসা হয়। পুলিশ সুপার পুষ্পা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ ও ক্যানিং থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। হৃষিকেশ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে ২টো ওয়ান শটার, ২টি একনলা পাইপগান, ১টি এয়ারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এদিনই ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়।

ধৃতকে জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানার চেষ্টা করছে ক্যানিং থানার পুলিশ। পুলিশ সুপার মিস পুষ্পা বলেন, “উদ্ধার হওয়া জিনিস দেখে মনে করা হচ্ছে ওখানে একটা অস্ত্র তৈরির কারখানা চলছিল। আমরা ধৃতকে জেরা করে বিষয়টি আরও নিশ্চিত হব।”

Next Article