Canning Death: ধানক্ষেতে পড়ে মা-মেয়ে, শরীর গিয়েছে পুড়ে, নেপথ্যে শিউরে ওঠার মতো কারণ

Abhigyan Naskar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 26, 2023 | 6:18 PM

Canning: জানা গিয়েছে মৃতের নাম মঞ্জুলা লস্কর (২৫)। ওই গ্রামেরই বাসিন্দা নাসিরুদ্দিন মোল্লার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সোমবার সন্ধ্যে নাগাদ বাপের বাড়ি থেকে ছোট মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলেন ওই বধূ।

Canning Death: ধানক্ষেতে পড়ে মা-মেয়ে, শরীর গিয়েছে পুড়ে, নেপথ্যে শিউরে ওঠার মতো কারণ
বাসন্তীতে মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাসন্তী: সকালবেলা ক্ষেতে গিয়েছিলেন কৃষকরা। সেই সময় দেখলেন মাঠে পড়ে মা ও মেয়ের দেহ। আঁতকে ওঠার জোগাড়। পরে এ দিক-ও দিকে খোঁজ করতে গিয়ে উদ্ধার হল পরিচয়।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া পঞ্চায়েতের ৮ নম্বর তিতকুমার গ্রামে।

জানা গিয়েছে মৃতের নাম মঞ্জুলা লস্কর (২৫)। ওই গ্রামেরই বাসিন্দা নাসিরুদ্দিন মোল্লার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সোমবার সন্ধ্যে নাগাদ বাপের বাড়ি থেকে ছোট মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলেন ওই বধূ। তারপর আর বাড়ি ফেরেননি। এরপর মঙ্গলবার তিতকুমার গ্রামের বাসিন্দারা দেখতে পান এলাকার এক কৃষক কসব পাইকের ধানক্ষেতে একটি মহিলার দেহ পড়ে রয়েছে। শুধু তাই নয়, পাশে পড়ে শিশু। তাদের দুজনের দেহের বিভিন্ন জায়গায় পোড়া দাহ রয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে তড়িঘড়ি ওই মা-মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এলাকার বাসিন্দাদের বক্তব্য,কসব পাইক তাঁর ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার দিয়ে ঘিরে দিয়েছিলেন। মনে করা হচ্ছে সেই বিদ্যুতের তারেই স্পৃষ্ঠ হয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে পারে।

 

Next Article