Baruipur Station: টিকিট দেখতে চাইতেই পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে

Baruipur Station: অভিযুক্তের নাম সাইদা বিবি। বাড়ি সুভাষগ্রামে এলাকায়। তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহের বৈধ টিকিট থাকলেও, বারুইপুরে আসার কোন বৈধ টিকিট ছিল না। ইতিমধ্যেই বারুইপুর আরপিএফ এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে।

Baruipur Station: টিকিট দেখতে চাইতেই পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
শোরগোল স্টেশনেImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 06, 2025 | 3:06 PM

বারুইপুর: টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারার অভিযোগ। অভিযোগ এক মহিলা যাত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে। ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কে ওই মহিলা টিকিট পরীক্ষক। শনিবার অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। কিন্তু কে জানত তাঁর সঙ্গে ঘটতে চলেছে এই ঘটনা। 

সূত্রের খবর, অভিযুক্ত মহিলা যাত্রী ও তাঁর আরও এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিলেন। তাঁদের কাছে কিছু টিকিট চাইতেই আচমকা পূজা দেবীর মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারেন ওই মহিলা। শোরগোল পড়ে যায় ট্রেনে ভিতরে। মহিলা চেকারের চিৎকার শুনে অনেকেই ছুটে আসেন। ততক্ষণে জ্বালায় তিনি ছটফট করতে শুরু করেছেন। ওই অবস্থাতেও হাতছাড়া করেননি অভিযুক্ত মহিলাকে। কোনওভাবে চোখ-মুখ মুছে তাঁকে নিয়ে প্ল্য়াটফর্মে নেমে আরপিএফের হাতে তুলে দেন। 

সূত্রের খবর, অভিযুক্তের নাম সাইদা বিবি। বাড়ি সুভাষগ্রামে এলাকায়। তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহের বৈধ টিকিট থাকলেও, বারুইপুরে আসার কোন বৈধ টিকিট ছিল না। ইতিমধ্যেই বারুইপুর আরপিএফ এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। বারুইপুর জিআরপিতে অভিযোগও দায়ের হয়েছে। অভিযুক্ত মহিলা যদিও বলছেন তিনি ভুল করে ফেলেছেন। যদিও তাঁর শাস্তির দাবিতে অনড় পূজা দেবী।