Kultali Harassment: সন্তানদের উপস্থিতিতে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ব্যক্তি

Kultali Woman Harassment: ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাত্রিবেলা গৃহবধূর স্বামী কাজে গিয়েছিলেন। বাড়িতে সন্তানদের নিয়ে একাই ছিলেন মহিলা।

Kultali Harassment: সন্তানদের উপস্থিতিতে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ব্যক্তি
কুলতলিতে ধর্ষণImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 30, 2023 | 1:50 PM

কুলতলি: স্বামী রাত্রিবেলা কাজের জন্য বাইরে ছিলেন। ঘরে ছিল ছোট সন্তান। সেই সুযোগকেই কাজে লাগিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল একই গ্রামের বাসিন্দার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাত্রিবেলা গৃহবধূর স্বামী কাজে গিয়েছিলেন। বাড়িতে সন্তানদের নিয়ে একাই ছিলেন মহিলা। অভিযুক্ত ব্যক্তি সেই সুযোগকেই কাজে লাগায়। ঘরের মধ্যে ঢুকে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, নির্যাতিতাকে হুমকিও দেয় যদি তিনি চিৎকার করেন তাহলে তাঁর সন্তানদের প্রাণে মেরে ফেলবে। রাত্রিবেলা কাজ সেরে বাড়িতে ফেরেন গৃহবধূর স্বামী। কান্নাভেজা গলায় সমস্ত ঘটনা স্বামীকে খুলে বলেন তিনি।

জানাজানি হয় গ্রামে। যেহেতু অভিযুক্ত ব্যক্তি ওই একই গ্রামের বাসিন্দা সেই কারণে রাত্রিবেলাই এলাকাবাসী মিলে চড়াও হয় অভিযুক্তের বাড়িতে। বেধড়ক মারধর করা হয় তাকে। পরে কুলতলি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

নির্যাতিতার স্বামী বলেন, “আমি রাত বারোটার সময় কাজ করে ফিরছি বাড়িতে। সেই সময় দেখি ওই ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সঙ্গে-সঙ্গে ভিতরে গিয়ে দেখি স্ত্রী কান্নাকাটি করছে। আমি জিজ্ঞাসা করি ওকে। ও আমায় জানায় অভিযুক্ত শারীরিকভাবে নির্যাতন করেছে। সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে যাই। ছেলেটাকে ধরি। গ্রামের সকলকে জানাই। ওকে মারধর করে ওরা। থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ ছেলেটাকে গ্রেফতার করেছে।”