Murder: মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, ‘তৃণমূলের লোকেরা মেরেছে’, কান্নায় ভেঙে পড়ল মা
Murder: সকালে মাঠের মাঝখানে থাকা ওই পুকুরে যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেখা মাত্রই চেনা যায়। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। তাঁরা এসে দেহ শনাক্ত করতেই খবর দেওয়া হয় পুলিশে।

ভাঙড়: মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাঙড়ে। ভাঙড়ের চন্দনেশ্বর থানার গাজিরআইট এলাকার ঘটনা। মৃত যুবকের নাম আমিরুল লস্কর। অভিযোগের তীর এলাকারই কিছু মাতব্বরের দিকে। তাঁরা সকলেই আবার তৃণমূলের সঙ্গে যুক্ত বলে দাবি করছেন মৃতের মা। রাতের অন্ধকারে ওই যুবককে বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে খুন কর করা হয় বলে অভিযোগ। তারপরই ফেলে দেওয়া হয় পুকুরে।
এদিন সকালে মাঠের মাঝখানে থাকা ওই পুকুরে যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেখা মাত্রই চেনা যায়। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। তাঁরা এসে দেহ শনাক্ত করতেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলায় আসে চন্দনেশ্বর থানার পুলিশ আধিকারিকরা। কান্নায় ভেঙে পড়েছেন আমিরুলের পরিবারের সদস্যরা।
মৃতের মা আনিশা বিবি বলছেন, “এলাকার কয়েকজনের সঙ্গে ওর ঝামেলা হয়েছিল। ওরাই মিথ্যা করে বলে আমার ছেলে নাকি ফোন চুরি করেছে। ওরা সব তৃণমূল পার্টির লোক। ওরাই রাতে বাড়িতে এসে ফের ফোন চুরি নিয়ে ঝামেলা শুরু করে। টেনে নিয়ে যায় ওকে। তারপরই কোথায় মেরে ওকে ফেলে দেয়। পিটিয়ে পিটিয়ে মেরেছে ওকে।”
