Suvendu Adhikari: ‘ব়্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, এখন TMC দিল্লি পাঠিয়েছে’, চাকরিহারা মেহবুবকে তির শুভেন্দুর

Suvendu Adhikari: সোমবার সাংবাদিকদের মুখোমুখি হতেই তাঁকে প্রশ্ন করা হয়, একাংশের 'যোগ্য' বা 'চিহ্নিত নয়' এমন চাকরিহারারা বলছেন তদন্ত ঠিক মতো হয়নি। তার প্রত্যুত্তরে শুভেন্দু বলেন, 'কে যোগ্য?'

Suvendu Adhikari: ব়্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, এখন TMC দিল্লি পাঠিয়েছে, চাকরিহারা মেহবুবকে তির শুভেন্দুর
বাঁ দিকে শুভেন্দু অধিকারী ও ডান দিকে মেহবুব মণ্ডলImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Apr 15, 2025 | 9:37 AM

হুগলি: ‘মেহবুব, উনি তো ব়্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন।’, সোমবার হুগলি জেলার চাঁপদানিতে এক কার্যকর্তার বাড়িতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হতেই তাঁকে প্রশ্ন করা হয়, একাংশের ‘যোগ্য’ বা ‘চিহ্নিত নয়’ এমন চাকরিহারারা বলছেন তদন্ত ঠিক মতো হয়নি। তার প্রত্যুত্তরে শুভেন্দু বলেন, ‘কে যোগ্য? ওই মেহবুব মণ্ডল? উনি তো ব়্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। ওকে তৃণমূল তো আবার গাড়ি ভাড়া করে দিল্লি পাঠিয়েছে। এসব খেলা চলবে না। আমরা ২০১৬ সালের ২৩ লক্ষ চাকরিপ্রার্থীর পক্ষে। তাদের সঙ্গে যা হয়েছে তা অন্যায়।’

উল্লেখ্য, একইভাবে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের দিন ‘যোগ্য-অযোগ্য’ প্রশ্নে চাকরিহারাদের দিকে ‘বাণ’ ছুড়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেদিন যখন ইন্ডোরে ‘যোগ্য’ চাকরিহারাদের সঙ্গে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন, ‘এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষা কর্মী নন। এরাই চব্বিশে ভোট করেছে, ভোট লুটের কাজও করেছে। ডায়মন্ড হারবারে তো টেন্টেড শিক্ষক ও শিক্ষা কর্মীদের দিয়ে ভোট করানো হয়েছে।’ সেই মন্তব্যের পর এবার চাকরিহারাদের ‘দিল্লি অভিযান’ নিয়েও তির বিঁধলেন বিজেপি নেতা।

এদিন তাঁর মুখে উঠে আসে রাজ্যের অন্দরে ফুঁসতে থাকা অশান্তির প্রসঙ্গও। তিনি বলেন, ‘মুর্শিদাবাদ নিয়ে ভাবতে হবে না। ওখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। প্র্রায় ২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। ১৭ তারিখ আমার আইনজীবী আদালতে যাবে যাতে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায় সেই নিয়েও আবেদন করবে।’