Suvendu Adhikari: ‘আগামী সপ্তাহের শুরুতেই বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে’, কী বলতে চাইলেন শুভেন্দু?

Maldah: শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, "আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কূল কিনারা পাবে না। সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন।"

Suvendu Adhikari: 'আগামী সপ্তাহের শুরুতেই বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে', কী বলতে চাইলেন শুভেন্দু?
রতুয়ায় শুভেন্দু অধিকারী।Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2024 | 11:32 PM

মালদহ: ভোটবঙ্গে শুভেন্দু অধিকারীর মুখে ফের হুঁশিয়ারি। আগামী সপ্তাহের শুরুতে বোমা ফাটবে, তৃণমূল বেসামাল হয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। এর আগেও দিনক্ষণ বেধে শাসকদলকে চ্যালেঞ্জ ছুড়তে দেখা গিয়েছে শুভেন্দুকে। ভোটের বঙ্গে আবারও ‘ভবিষ্যদ্বাণী’ তাঁর মুখে।

শনিবার মালদহে রতুয়ার সভা থেকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, “আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কূল কিনারা পাবে না। সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন।”

শিক্ষা দুর্নীতি মামলা নিয়ে সোমবারই রায় দেওয়ার কথা কলকাতা হাইকোর্টের। অন্যদিকে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠের নমুনা পরীক্ষার রিপোর্টও ‘পজিটিভ’ বলেই ইডি সূত্রে খবর। তাহলে কি এ সংক্রান্তই কোনও ইঙ্গিত শুভেন্দু দিতে চাইলেন? তাঁর এদিনের বক্তব্য ঘিরে জোর চর্চা শুরু।

তবে রতুয়ার সভামঞ্চ থেকে নেমে শুভেন্দু বলেন, “আমি রাজনৈতিক বিস্ফোরণের কথা বলছি। আদালতের বিষয়ে কিছু বলতে পারব না। আর কাকুর গলা মিললে তো ভাইপো বিপদে পড়বে। এ তো আমি সেদিনও বলেছি। আজ তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছি। অন্য কথা তো বলিনি। বুঝে নিন সব।”