Pahalgam Attack: বিতানের ছোট্ট সন্তানের পড়াশোনার সব দায়িত্ব নিলেন শুভেন্দু

Pahalgam Attack: ১৮ তারিখ স্ত্রী সোহিনী ও পুত্রকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন ফ্লোরিডায় কর্মরত বিতান। তাঁর স্ত্রী সোহিনীও সেখানে বহুজাতিক সংস্থায় কর্মরত। ছুটিতে তাঁরা কলকাতার বাড়িতে ফিরেছিলেন।

Pahalgam Attack: বিতানের ছোট্ট সন্তানের পড়াশোনার সব দায়িত্ব নিলেন শুভেন্দু
বিতান অধিকারী ও তাঁর স্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 23, 2025 | 11:37 PM

কলকাতা: কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে মৃত্যু বাঙালি পর্যটকের। কলকাতার বেহালার বাসিন্দা তিনি। স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর বেড়াতে। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। মৃতের স্ত্রীর দাবি, তাঁর কপালে সিঁদুর দেখে খুন করা হয়েছে বিতানকে। মৃতের সন্তানের সব রকম পড়াশোনার খরচের দায়িত্ব নিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ কাশ্মীরে হামলার প্রতিবাদে একটি মোমবাতি মিছিল বের করা হয়। তারপর মৌলালি পেট্রল পাম্প থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শিয়ালদহ ব্রিজে। শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন অর্জুন সিং,তাপস রায়রা। সেখান থেকেই তিনি বিতানের ছোট্ট সন্তানের পড়াশোনার সব দায়িত্ব নেন।

১৮ তারিখ স্ত্রী সোহিনী ও পুত্রকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন ফ্লোরিডায় কর্মরত বিতান। তাঁর স্ত্রী সোহিনীও সেখানে বহুজাতিক সংস্থায় কর্মরত। ছুটিতে তাঁরা কলকাতার বাড়িতে ফিরেছিলেন। এরপর ১৮ তারিখ তাঁরা কাশ্মীর ঘুরতে যান। বৃহস্পতিবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। অভিশপ্ত ২২ তারিখ পহেলগাঁওর বৈসরনে অভিশপ্ত সেই রিসর্টে ছিলেন বিতান। ঠিক কী করেছিল জঙ্গিরা? নারকীয় এই হত্যালীলায় তিন বাঙালি পর্যটকের মৃত্যুর খবর সামনে আসতেই বিতানের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিতানের স্ত্রীর মুখে উঠে আসে ভয়াবহ বর্ণনা। তিনি বলেন, “ওরা বলছিল, যারা যারা মুসলিম সরে যান। কালমা বলুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল।” সোহিনীর চোখের সামনেই শেষ হয়ে যান বিতান।