RSS: প্রশ্ন তুলেছিলেন মমতা, আরএসএস কার্যালয়ে পৌঁছে গেল টিম, হবে সরেজমিন তদন্ত

RSS: বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, "আমাকে মলয় (উত্তর আসানসোলের বিধায়ক ও রাজ্যের আইনমন্ত্রী) কালকে বলছিল, কোনও একটা রাজনৈতিক দল একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে। বারবার আসানসোলে পুলিশকে অভিযোগ করা সত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা RSS-এর।"

RSS: প্রশ্ন তুলেছিলেন মমতা, আরএসএস কার্যালয়ে পৌঁছে গেল টিম, হবে সরেজমিন তদন্ত
আসানসোলে আরএসএস কার্যালয়ে আধিকারিকরা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2024 | 9:15 PM

আসানসোল: জমি দখল নিয়ে বৃহস্পতিবারই নবান্ন থেকে সাংঘাতিক প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানতে চান, ‘তৃণমূলের বাড়ি ভাঙলে RSS-এর কেন নয়?’। এদিকে মমতার এই বক্তব্যের দিনই আসানসোলে ২১ নম্বর ওয়ার্ডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর (RSS) কার্যালয়ে হাজির হন আসানসোল পুরনিগমের আধিকারিকরা। সঙ্গে বিএলআরও অফিসের আধিকারিকরা।

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে মলয় (উত্তর আসানসোলের বিধায়ক ও রাজ্যের আইনমন্ত্রী) কালকে বলছিল, কোনও একটা রাজনৈতিক দল একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে। বারবার আসানসোলে পুলিশকে অভিযোগ করা সত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা RSS-এর। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পার, আরএসএসের বাড়ি কেন ভাঙবে না? আর পুকুর ভরাট করে করেছে। ল্যান্ড রেকর্ড থেকে নাও। রেকর্ডে জলাশয় জমি থাকে কী করে তা ভরাট করল?”

এরপরই ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধাদকার জেসি বোস লেনে আরএসএস ভবনে যান প্রশাসনিক কর্তারা। আধিকারিকরা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখার কাজ শুরু করেন এদিন থেকেই। ঘটনাস্থলে যান আরএসএসের আসানসোলের আইনজীবী পীযূষকান্তি গোস্বামীও। তিনি জানান, আধিকারিকরা কাগজপত্র দেখতে চান। যা কাগজ ছিল সবই দেখানো হয়েছে বলে জানান তিনি।

আইনজীবী গোস্বামীর দাবি, “আমাদের সমস্ত কাগজপত্র কেশবভবনে থাকে। ১৫ দিন মতো সময় দিতে হবে সেগুলি আনতে। ওনারাও রাজি হল। ওনাদের বলেছি যদি কোনও অভিযোগ থাকে, আমাদের নোটিস পাঠান। তবে এটা কোনওদিনই পুকুর ছিল না।” পুরনিগম এবং বিএলআরও বিভাগের আধিকারিকরা এসেছিলেন। তাঁরাও জানান, অভিযোগ পেয়ে তাঁরা এসেছেন।

তবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অভিযোগ, তাদের এই ভবনটি প্রায় ২০ থেকে ২৫ বছর আগে নির্মাণ হয়েছে। এতদিন কোনও তদন্ত হয়নি। কেউ কোনও খোঁজ খবরও নেয়নি। হঠাৎ এদিন এই ঘটনা। তাদের আরও দাবি, কোনও পুকুর ভরাট করে কিছু হয়নি। সমস্ত কাগজপত্র দেখাতে তারা রাজি। স্পেশাল ব্রাঞ্চ পুলিশ সুব্রত দেবনাথ বলেন, “সম্প্রতি অভিযোগ এসেছে।” এর বেশি কিছু বলতে চাননি তিনি। তবে জানান, ওনারা জানিয়েছেন, কাগজপত্র আছে, দেখাবেন।

লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা