Gift for guest: চোখ ধাঁধানো বিয়েবাড়ি, উপহার পেলেন আমন্ত্রিতরা, কী দিলেন বর-বধূ?

Gift for guest: অতিথিদের পাঁচতারা হোটেলে রাখা হয়েছিল। যাতায়াতের জন্য ছিল বেন্টলি, রোল রয়েসের মতো বিলাসবহুল গাড়ি। এশিয়া মহাদেশে বিয়ের আসর সেজে উঠেছিল ইউরোপীয় সাজে। ফুল দিয়ে সাজানো হয়েছিল ফোন বুথ।

Gift for guest: চোখ ধাঁধানো বিয়েবাড়ি, উপহার পেলেন আমন্ত্রিতরা, কী দিলেন বর-বধূ?
রাজকীয় বিয়ের আসরে উপহার পেলেন অতিথিরা
Follow Us:
| Updated on: Jun 30, 2024 | 1:42 AM

বেজিং: হলিউডের ‘ক্রেজি রিচ এশিয়ানস’ সিনেমার সেই দৃশ্যটা মনে পড়ে? রাজকীয় বিয়ের আসর। বাস্তবেও কি এমন বিয়ের আসর হয়? হ্যাঁ হয়। ক্রেজি রিচ এশিয়ানসের সেই দৃশ্যের মতোই বাস্তবে চিনের একটি বিয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চিনের ট্রাভেল ইনফ্লুয়েন্সার দানা ওয়াং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিয়েবাড়িতে আমন্ত্রিতদের কীভাবে রাজকীয় অভ্যর্থনা জানানো হচ্ছে। বিয়েবাড়িতে সাধারণত বর-বধূকে উপহার দেন অতিথিরা। এখানে অতিথিদের উপহারে ভরিয়ে দিচ্ছেন বর-বধূ।

দানা ওয়াং ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, “বাস্তবে ক্রেজি রিচ এশিয়ানসের মতো বিয়ে।” অতিথিরা যাতে সারাজীবন এই বিয়েবাড়ির কথা মনে রাখেন, এমনই সব ব্যবস্থা করেছিলেন বর-বধূ। অতিথিদের চিনে উড়িয়ে নিয়ে যান তাঁরা। সবাইকে পাঁচতারা হোটেলে রাখার ব্যবস্থা করেন। অতিথিদের যাতায়াতের জন্য ছিল বেন্টলি, রোল রয়েসের মতো বিলাসবহুল গাড়ি। এশিয়া মহাদেশে বিয়ের আসর সেজে উঠেছিল ইউরোপীয় সাজে। ফুল দিয়ে সাজানো হয়েছিল ফোন বুথ।

চিনে বিয়েবাড়িতে বর-বধূর হাতে ‘রেড পকেট’ তুলে দেন অতিথিরা। ওই ‘রেড পকেটে’ থাকে টাকা। উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে নবদম্পতির হাতে ওই রেড পকেট তুলে দেন অতিথিরা। কিন্তু, এই বিয়েতে সেই রীতি উল্টে দেন বর-বধূ। অতিথিদের হাতে তাঁরা তুলে দেন খাম। আর অতিথিদের কাছ থেকে কোনও উপহার নেন না। প্রত্যেক অতিথিকে ওই রেড পকেটে ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬ হাজার টাকা দেন নবদম্পতি। যা দেখে হতচকিত হয়ে যান অতিথিরা। প্রত্যেক অতিথিকে বাড়ি ফেরার টিকিটও কেটে দেন বর-বধূ। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হওয়ার পর কমেন্টে ভরে গিয়েছে। অনেকে নবদম্পতির প্রশংসা করেছেন। অতিথিদের যাতাযাতের জন্য কোনও খরচ না হওয়ায় বর-বধূকে সাধুবাদ জানিয়েছেন। তবে এমন রাজকীয় বিয়ের আসর আয়োজনের জন্য কেউ কেউ টিপ্পন্নিও কেটেছেন।

কেউ কেউ মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অন্তত অম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানের প্রসঙ্গ তুলেছেন। ২ বার সেই প্রি ওয়েডিং অনুষ্ঠান হয়েছে। প্রথমে গুজরাটের জামনগরে তিন দিন ধরে অনুষ্ঠান হয়। দ্বিতীয়বার ইটালিতে বিলাসবহুল ক্রুজ ভাড়া করে অনুষ্ঠান হয়। দুই অনুষ্ঠানেই চাঁদের হাট বসেছিল।