সামনে টিকবে না পাকিস্তান-বাংলাদেশ, প্রধানমন্ত্রীর হাত ধরেই ৩ গুণ ক্ষমতা বাড়ছে নৌসেনার

PM Narendra Modi: আইএনএস সুরাট হল ১৫বি ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রকল্পের চতুর্থ এবং শেষ জাহাজ। এটি বিশ্বের বৃহত্তম, সবচেয়ে উন্নত ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি। এই রণতরীর ৭৫ শতাংশই তৈরি হয়েছে ভারতে। এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ওয়েপন সেন্সর সিস্টেম।

সামনে টিকবে না পাকিস্তান-বাংলাদেশ, প্রধানমন্ত্রীর হাত ধরেই ৩ গুণ ক্ষমতা বাড়ছে নৌসেনার
নৌসেনার তিন রণতরী।Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 15, 2025 | 10:13 AM

মুম্বই: আরও শক্তি বাড়ছে ভারতীয় নৌসেনার। যোগ হচ্ছে তিন-তিনটি রণতরী। এই রণতরীর কমিশন বা উদ্বোধন করতেই আজ, বুধবার মুম্বইয়ের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আজ তিনি নভি মুম্বইয়ে ইসকনের মন্দির উদ্বোধন করেন।

সামুদ্রিক নিরাপত্তা, সীমান্তে নজরদারি ও ভারতীয় নৌসেনার ক্ষমতা বৃদ্ধি করতেই তিনটি রণতরী যোগ করা হচ্ছে। নৌসেনায় যোগ হতে চলেছে আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি ও আইএনএস ভাগশীর। আজ সকাল সাড়ে ১০টায় মুম্বইয়ের নাভাল ডকইয়ার্ডে এই তিন রণতরীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দুপুর সাড়ে তিনটে নাগাদ নভি মুম্বইয়ের খাড়ঘরে ইসকনের উদ্যোগে তৈরি শ্রী শ্রী রাধা মনমোহন মন্দিরের উদ্বোধন করবেন।

আইএনএস সুরাট হল ১৫বি ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রকল্পের চতুর্থ এবং শেষ জাহাজ। এটি বিশ্বের বৃহত্তম, সবচেয়ে উন্নত ডেস্ট্রয়ারগুলির মধ্যে একটি। এই রণতরীর ৭৫ শতাংশই তৈরি হয়েছে ভারতে। এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ওয়েপন সেন্সর সিস্টেম।

অন্যদিকে, আইএনএস নীলগিরি হল ১৭এ স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। এটি মূলত সমুদ্রে নজরদারির জন্য তৈরি। অন্য রণতরীর থেকে দীর্ঘ সময় সমুদ্রে ভেসে থাকার ক্ষমতা রয়েছে এই প্রবল পরাক্রমশালী নয়া প্রজন্মের যুদ্ধ জাহাজের।

রণতরীর উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ইসকনের মন্দিরের উদ্বোধনও করবেন। ৯ একর জমির উপরে তৈরি মন্দিরের পাশাপাশি এখানে বৈদিক এডুকেশন সেন্টার, মিউজিয়াম রয়েছে।