Bangladesh BGB: এখন কি ‘কিডন্যাপও’ করছে BGB? ভারত সীমান্তে যা করছে জানলে চমকে যাবেন

Nadia: মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তে চাপড়া থানার হৃদয়পুর গ্রামে। বিজিবি-র হাতে আটক হওয়া ব্যক্তির নাম নূর হোসেন শেখ। সূত্রের খবর, নূরকে সোনা পাচারকারী অভিযোগে আটক করেছে সে দেশে বিজিবি।

Bangladesh BGB: এখন কি 'কিডন্যাপও' করছে BGB? ভারত সীমান্তে যা করছে জানলে চমকে যাবেন
সীমান্তে কী করছে ?Image Credit source: Syed Mahamudur Rahman/NurPhoto via Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 11:03 AM

চাপড়া: কাঁটা তারের ওপাড়ে ছিল একখন্ড জমি। সেখানেই রোজের মতো চাষ করতে গিয়েছিলেন এক কৃষক। কিন্তু ফিরলেন না বাড়ি। কোথায় গেলেন সেই খোঁজ করতেই জানা গেল, চাষের কাজ করার সময় ভারতীয় ওই কৃষককে আটক করেছে বাংলাদেশি সীমান্তরক্ষী। শুধু আটক বলা ভুল, একপ্রকার তাকে তুলে নিয়ে চলে গেল সে দেশের বর্ডার গার্ড বাংলাদেশ। বলাই চলে কার্যত অপহরণ করেছে তারা।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তে চাপড়া থানার হৃদয়পুর গ্রামে। বিজিবি-র হাতে আটক হওয়া ব্যক্তির নাম নূর হোসেন শেখ। সূত্রের খবর, নূরকে সোনা পাচারকারী অভিযোগে আটক করেছে সে দেশে বিজিবি। এ দিকে ওই ব্যক্তির দাবি, তিনি কৃষি কাজ করতে যাওয়ার সময় নিয়ম মেনে বিএসএফকে জানিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, আধার কার্ড জমা রেখে চাষের কাজ করতে গিয়েছিলেন। এরপর যখন চাষের কাজ শুরু হয় সেই সময় তাঁকে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি বিজিবি তাকে আটক করে।

নূর হোসেনের স্ত্রী ভাসানি বিবি বলেন, আমার স্বামী ওপাড়ে চাষ করতে গিয়েছিল। ওই খান থেকে তুলে নিয়ে যায়। বিএসএফ-কে বিষয়টি জানিয়েছি। ইউনূস আসার পরই আমাদের সঙ্গে এই অত্যাচার শুরু হয়েছে।” নূর হোসেনের স্ত্রী চাপড়া থানা একটি লিখিত অভিযোগ করেন। স্বামীকে ফেরত পাওয়ার জন্য সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।