T20 World Cup 2024: বার্বাডোজে বিশ্ব-জয়ের ‘অক্ষর’ লিখে যা বললেন বাপু…

Axar Patel: এ বারের টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে সব ম্যাচই খেলেছেন অক্ষর প্যাটেল। তার মধ্যে ৮টি ইনিংস দেখলে ফাইনালেই সবচেয়ে বেশি রান খরচ করেছেন অক্ষর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ওভারে ৪৯ রান দিয়েছিলেন। এবং ফাইনালেই সবচেয়ে বেশি রান করেছেনও।

T20 World Cup 2024: বার্বাডোজে বিশ্ব-জয়ের 'অক্ষর' লিখে যা বললেন বাপু...
T20 World Cup 2024: বার্বাডোজে বিশ্ব-জয়ের 'অক্ষর' লিখে যা বললেন বাপু...
Follow Us:
| Updated on: Jun 30, 2024 | 1:54 AM

কলকাতা: অক্ষর প্যটেল (Axar Patel) শুধু বোলিংয়েই নন, হাত পাকিয়েছেন ব্যাটিংয়েও। তার আরও একবার প্রমাণ পাওয়া গেল। তাও আবার বিশ্বকাপ ফাইনালে। এ বারের বিশ্বকাপ (T20 World Cup) ফাইনালে ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন বিরাট কোহলি। তাঁর ৫৯ বলে ৭৬ রানের পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান এসেছিল অক্ষর প্যাটেলের ব্যাটে। ভারতের ইনিংসের ১৪তম ওভারে রান আউট হয়ে ফেরেন অক্ষর প্যাটেল। করেন ৪৭ রান। ব্যাট হাতে ছাপ রাখার পর বল হাতে ১টি উইকেট নেন।

কোহলির সঙ্গে চতুর্থ উইকেটে ৫৪ বলে ৭২ রানের পার্টনারশিপ গড়েন অক্ষর। এই জুটি শতরানের বেশি হতে পারত। একটি ওভার থ্রোয়ে রানের জন্য অক্ষর কল নিয়েছিলেন। কোহলি যতক্ষণে নিষেধ করেন, ততক্ষণে অক্ষর অনেকটা চলে গিয়েছিলেন। এরপর ডিরেক্ট থ্রোয়ে নন স্ট্রাইকারে উইকেট ভেঙে দেন প্রোটিয়া উইকেটকিপার কুইন্টন ডি’কক।

পুরো টুর্নামেন্টে ৯টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। আর ব্যাট হাতে করেছেন ৯২ রান। চ্যাম্পিয়ন হওয়ার পর দীনেশ কার্তিককে তিনি সম্প্রচারকারী চ্যানেলে বলেন, ‘আমার কাছে এই জয় সবকিছু। গত কয়েক বছর বার বার চোট আঘাত পেয়েছি। তাই সব সময় আমার মাথায় কাজ করত ভারতের জন্য কিছু করতে হবে। টুর্নামেন্ট খেলতে এসে সেটাই মাথায় ছিল। দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ লাগছে। অনুভূতি বলে বোঝাতে পারব না।’

View this post on Instagram

A post shared by ICC (@icc)

এ বারের টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে সব ম্যাচই খেলেছেন অক্ষর। তার মধ্যে ৮টি ইনিংস দেখলে ফাইনালেই সবচেয়ে বেশি রান খরচ করেছেন অক্ষর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ওভারে ৪৯ রান দিয়েছিলেন। আর নেন ত্রিস্টান স্টাবসের (৩১) উইকেট। তৃতীয় উইকেটে ডি’কক ও স্টাবস ৩৮ বলে ৫৮ রানের পার্টনারশিপ গড়েন। ওই জুটিকে আরও ভয়ঙ্কর হওয়া থেকে আটকান অক্ষর।