
বালুরঘাট: চিকিৎসাধীন রোগীর মৃত্যু ঘিরে শোরগোল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের সদস্যরা। হাসপাতালে চলল বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা বালুরঘাট জেলা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপেই ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। পরিবারের অভিযোগ, রোগীর অবস্থা খারাপ হলেও তাঁদের তা কোনওভাবেই জানানো হয়নি। এমনকি মৃত্যুর পরেও কিছু জানানো হয়নি। শেষ পর্যন্ত প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়েই পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।
পরিবারের সদস্য়রা বলছেন, চিকিৎসক তাঁদের জানিয়ে দেন জন্ডিসেই ওই রাহুল সিং নামে বাইশ বছরের ওই যুবকের। কিন্তু কোনওরকম পরীক্ষা ছাড়াই তা কী করে জেনে গেলেন চিকিৎসক? প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। বাড়তে থাকে ক্ষোভ। রাহুলের বাড়ি বালুরঘাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তুরিপাড়ায়। পেশায় ঢাকি। বৃহস্পতিবার দুপুরে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরাই তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করেন।
কিন্তু রাতে ভর্তি হলেও কয়েক ঘণ্টার মধ্যে সকালেই কী করে ওই তিনি মারা গেলেন তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না পরিবারের সদস্যরা। কেনই বা হাসপাতালের তরফ থেকে রোগীর মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানানো হল না বারবারই তুলছেন পরিবারের সদস্যই। অথচ তাঁদের নম্বর দেওয়া ছিল হাসপাতালে। ইতিমধ্যেই তাঁরা গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও জানাতে চলেছেন। অভিযুক্ত চিকিৎসক, কর্তব্যরত নার্স থেকে স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও তুলছেন তাঁরা।