Chandakona Student Agitation: ছোট্ট স্কুল ছাত্রকে পিষে দিয়েছিল লরি, বিক্ষোভ সামলাতে গিয়ে তাড়া খেয়ে পালাল পুলিশ
School Student Death: শেষে ঘাটালের এসডিপিও অগ্নীশ্বর চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয়। দ্বিতীয়াবার পুলিশ সেখানে পৌঁছলে পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে ওঠে।
ক্ষোভের আগুনে ঘি পড়ে যখন পুলিশ হঠাই করেই দুর্ঘটনাস্থল থেকে মৃত দেহ তুলে নিয়ে যায়। সকাল থেকেই শুরু হয় রাজ্য সড়ক অবরোধ। টায়ার জ্বালিয়ে স্থানীয় মানুষরা প্রতিবাদে অংশ নিয়েছিলেন। পুলিশ অবরোধ সরাতে গিয়ে বিক্ষোভরত গ্রামবাসীদের তাড়া খেয়ে সাময়িকভাবে সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ ছিল, পুলিশ এই ছোট্ট ছেলের মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে। ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ৫ ঘন্টা অবরুদ্ধ থাকে চন্দ্রকোনা-ঘাটাল রাজ্যসড়ক।
শেষে ঘাটালের এসডিপিও অগ্নীশ্বর চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয়। দ্বিতীয়াবার পুলিশ সেখানে পৌঁছলে পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ অবরোধ তুলে দিয়ে অবরোধকারীদের ঘটনাস্থল থেকে সরাতে গেলে পুলিশের সাথে অবরোধকারীদের বচসা,ধস্তাধস্তি বাঁধে। কয়েকজন পুলিশ কর্মীকে ধাক্কা দিতে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়। পুলিশের সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয়। শেষমেশ লাঠি উচিঁয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অবরোধকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়। কয়েকজন পুলিশ কর্মী সহ এক শিক্ষিকা এই ঘটনায় আহত হয়েছেন। এলাকায় এখনবও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
আরও পড়ুন Chandannagar Train Loot: ট্রেনে ভিখারি দেখলেই সাবধান! নইলে আপনার অবস্থাও এই দম্পতির মতো হতে পারে