Bardhaman: দুর্বল সেতু ভেঙে জলের তলায়, অস্থায়ী সেতু বানালেন গ্রামবাসী

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 04, 2024 | 7:31 PM

Bardhaman: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল আউশগ্রাম থেকে কালিদহ যাওয়ার রাস্তা।এটি বোলপুর যাওয়ারও পথ। এই রাস্তায় সিলুট বসন্তপুরের কাছে এই ব্রিজটি জরাজীর্ণ দশায় ছিল বহুদিন। বাসিন্দাদের দাবি ছিল,ভাল পাকাপোক্ত ব্রিজের কিন্তু আজও হয়নি সেই ব্রিজ।

Bardhaman: দুর্বল সেতু ভেঙে জলের তলায়, অস্থায়ী সেতু বানালেন গ্রামবাসী
বর্ধমানে অস্থায়ী ব্রিজ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বর্ধমান: লাগাতার বৃষ্টি। আউশগ্রামের দুর্বল সেতু ভেঙে জলের চলে গেল। নিজেরাই যোগাযোগের জন্য অস্থায়ী সেতু তৈরিতে হাত স্থানীয় বাসিন্দাদের। এলাকার বিধায়ক খোঁজ নেন না অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন বাসিন্দাদের।

আউশগ্রামের দূর্বল সেতু ভেঙে জলের তলায়। বিচ্ছিন্ন একের পর এক গ্ৰাম। বাসিন্দাদের প্রশাসনকে বারংবার জানিয়েও লাভ হয়নি। হেলদোল নাই প্রশাসনের। তাই‌ নিজেরাই যোগাযোগের জন্য অস্থায়ী সেতু তৈরিতে হাত লাগালেন স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল আউশগ্রাম থেকে কালিদহ যাওয়ার রাস্তা।এটি বোলপুর যাওয়ারও পথ। এই রাস্তায় সিলুট বসন্তপুরের কাছে এই ব্রিজটি জরাজীর্ণ দশায় ছিল বহুদিন। বাসিন্দাদের দাবি ছিল, ভাল পাকাপোক্ত ব্রিজের কিন্তু আজও হয়নি সেই ব্রিজ। বাসিন্দাদের দাবি, এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার সহ সাংসদ অসিত মালও প্রতিশ্রুতি দিয়েছিলেন পাকাপোক্ত ব্রিজ তৈরি করার। কিন্তু কথা রাখেননি কেউই।

প্রসঙ্গত, আউশগ্রামের বিস্তীর্ণ অংশ প্লাবন কবলিত। সেই জলের চাপেই ব্রিজ ভেঙে চলে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে একের পর এক গ্রাম। এমতাবস্থায় প্রশাসন থেকে কোন উদ্যোগ না দেখে বাসিন্দারা নিজেরাই বাঁশ এবং কাটারি হাতে নেমে পড়েন অস্থায়ী বাঁশের ব্রিজ তৈরি করতে। তাঁদের দাবি আর তাঁরা প্রতিশ্রুতি শুনতে চান না। এদিন আউশগ্রাম ১ ব্লকের বিডিও শেখ কামরুল ইসলাম সহ জেলা পরিষদের প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যান। সংবাদ মাধ্যমকে সামনে পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্থানীয়দের দাবি অবিলম্বে যেন এই বিধায়ক কে সরানো হয় , তাহলেই এলাকায় কাজ হবে। আউশগ্রাম ১ এর বিডিও কামরল ইসলাম জানান, “প্লাবনের জেরে অনেকটা রাস্তা ভেঙে যাচ্ছে।এই ব্রীজটি অনুমোদন হয়ে গেছে। পরিকল্পনার পরে কাজ শুরু হবে।”

Next Article