Mobile Theft: সিঁধ কেটে শুধু মোবাইল নিয়ে পালাল চোর, হতবাক গৃহস্থ

রাতে সিঁধ কেটে ঘরে চোর ঢুকেছিল। কেবলমাত্র মোবাইল ফোন নিয়ে গিয়েছে। আর কিছু নেয়নি।

Mobile Theft: সিঁধ কেটে শুধু মোবাইল নিয়ে পালাল চোর, হতবাক গৃহস্থ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2023 | 11:56 PM

রাজগঞ্জ: সিঁধ কেটে চুরির ঘটনা আকছার শোনা যায়। কিন্তু তাই বলে সিঁধেল মোবাইল চোরের কথা শোনা যায়নি। কিন্তু এবার রাজগঞ্জের (Rjganj) বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের সীতাগুড়ি গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে টাকাকড়ি, গয়নাগাটি বা অন্য কোনও জিনিস নয়, কেবলমাত্র অ্যানড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে গেল চোর। মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যআ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি মোবাইল চোর চুরির নতুন ফন্দি আঁটল?

জানা গিয়েছে, বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের সীতাগুড়ি গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের বাড়িতেই সিঁধেল চোর ঢুকেছিল। রাতে খাওয়াদাওয়া করে ঘরে ঘুমিয়ে ছিলেন বাড়ির সবাই। সকালবেলা এক প্রতিবেশী এসে তাঁদের বাড়িতে সিঁধ কাটার ঘটনা জানায়। সিধ কাটার দৃশ্য দেখে অবাক হয়ে যান বাড়ির সকলে।

বাড়ির মালিক আব্দুল হামিদ বলেন, এই জাতীয় কায়দায় মোবাইল চুরি আমাদের এলাকায় এই প্রথম হল। রাতে সিঁধ কেটে ঘরে চোর ঢুকেছিল। কেবলমাত্র মোবাইল ফোন নিয়ে গিয়েছে। আর কিছু নেয়নি। বিষয়টি আমি থানায় লিখিত ভাবে জানিয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজগঞ্জ থানার পুলিশ।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হল রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের সীতাগুড়ি গ্রাম। বেশিরভাগ ক্ষেত্রে ওপার বাংলা থেকে আসা দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেশি বলে জানান স্থানীয়রা। এই চুরির ঘটনায় ওপারের দুষ্কৃতীদের হাত থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।