Kharagpur Accident : বেপরোয়া ফলকনামার চাকায় মৃত ৩, জখম আরও ১
ছবি : TV9 Bangla

Kharagpur Accident : বেপরোয়া ফলকনামার চাকায় মৃত ৩, জখম আরও ১

|

Apr 03, 2021 | 4:07 PM

বেপরোয়া ফলকনামা রেলের চাকায় পিষ্ট হল ৩ গ্যাংম্যান, আহত আরও ১।

আগের মাসেই প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তিতে পড়েছিল ফলকনামা এক্সপ্রেস। আবারও শিরোনামে ফলকনামা। বেপরোয়া রেলের চাকায় পিষ্ট হল ৩ গ্যাংম্যান, আহত আরও ১। সিগন্যালিং নাকি অন্য কারণ, কীভাবে ঘটে গেল বিপত্তি? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রেললাইনে কর্মরত কর্মীদের নিরাপত্তা নিয়েও! তদন্তে নেমেছে রেলদপ্তর (Indian railways)। ভারতীয় রেলের তরফে মৃতদের পরিবারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও সঞ্জয় ঘোষ।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=FqhkBAjqAtk[/embedyt]