Kalbaisakhi: রুদ্র মেজাজে কালবৈশাখী, বজ্রঘাতেই গেল তিন তিনটে তরতাজা প্রাণ

Kalbaisakhi: এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় এক ব্যক্তির। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার দস্তুরপাড়া-গোবরগাড়া মাঠ এলাকায়। মৃত ব্যাক্তির নাম শামল মাল (৭০)। মৃত্যু আরও দুই জেলাতে।

Kalbaisakhi: রুদ্র মেজাজে কালবৈশাখী, বজ্রঘাতেই গেল তিন তিনটে তরতাজা প্রাণ
শোকের ছায়া পরিবারে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 17, 2025 | 9:51 PM

কৌশিক ঘোষ, দেবব্রত সরকার, শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট 

পশ্চিম মেদিনীপুর, মালদহ, মুর্শিদাবাদ: জেলায় জেলায় কালবৈশাখী। ঝড়ের সঙ্গে মুষলধারা। পশ্চিম মেদিনীপুর থেকে মালদহ, মুর্শিদাবাদ, তিন জেলায় বজ্রাঘাতে মৃত্যু হল তিন ব্যক্তির। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কৃষ্ণনগর এলাকায় ইটভাটাতে কাজ করছিলেন ইটভাটারই ম্যানেজার চন্দন ঘাটা। বিকালেই শুরু হয়ে কালবৈশাখী ঝড়। তখনই আচমকা বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি হাউর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বৃষ্টির মধ্যে তিনি একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। তখন আচমকা বাজ পড়ে। ইট ভাটার শ্রমিকরাই তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। 

অন্যদিকে এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় এক ব্যক্তির। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার দস্তুরপাড়া-গোবরগাড়া মাঠ এলাকায়। মৃত ব্যাক্তির নাম শামল মাল (৭০)। বাড়ি হরিহরপাড়ার দস্তুরপাড়া এলাকায়। অন্যদিকে মালদহের ইংরেজবাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের একে গোপালন কলোনি এলাকাতেও বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়। মৃতের নাম কৃষ্ণ দাস। বয়স ২৩ বছর। বাড়ি ওই এলাকাতেই। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে লরিতে লোডিং-আনলোডিংয়ের কাজ করছিলেন ওই  ব্যক্তি। তখনই আচমকা প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। সঙ্গে বাজ। বিপদ বুঝে একটি লরির নিচেও আশ্রয় নেন তিনি। কিন্তু, শেষ পর্যন্ত বজ্রাঘাতেই তাঁর মৃত্যু হয়। তাঁকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলেও শেষ রক্ষা হয়নি।

একদিন আগেও ক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থানার ২৩ নম্বর লাট এলাকায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় জয়ন্ত মন্ডল (৩৯) নামে এক ব্যক্তির। বাড়ি ভাঙা আবাদ এলাকায়। ওই ঘটনায় বজ্রাঘাতে গুরুতরভাবে জখম হন আরও এক মহিলাও। এদিন সকাল থেকে দুপুর হয়ে বিকাল পর্যন্ত কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে জেলায় জেলায়। হাওড়া থেকে বাঁকুড়া সর্বত্র একই ছবি। এদিন বিকাল হতেই আচমকা কালো মেঘে ঢেকে যায় আকাশ। হালকা বজ্র-বিদ্যুৎ সহযোগে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মাঝেই মিনিট দু’য়েক শিলাবৃষ্টিও হয় বাঁকুড়ায়।