কার জন্য দোলে আনন্দ করতে পারলেন না ‘মনমরা’ অনুব্রত?

tista roychowdhury |

Mar 28, 2021 | 7:48 PM

প্রসঙ্গত, বসন্ত উৎসব বন্ধ হলেও বিশ্বভারতী নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। রবিবার সকালে, গোটা বোলপুরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির বিরুদ্ধে পোস্টার, ব্যানার লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পোস্টার ও ব্যানারে উপাচার্য বিদ্যুৎ বাবু ও বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির ছবি দিয়ে লেখা আছে ‘এঁরা পরস্পরের বন্ধু।’

Follow Us

বীরভূম: দোলের উৎসবে মনখারাপ তৃণমূলের (TMC) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। বিশ্বভারতীর উপাচার্যের জন্যই তাঁর দোল ভাল গেল না এমন অভিযোগ করেন কেষ্ট। রবিবার সকালে, নিজের বাড়িতে বসেই অনুব্রত বলেন, ‘বিশ্বভারতীতে একটা নোংরা পাগল ভিসি (Vice Chancellor) এসেছে। ইচ্ছে করে বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছে। এবারে মন মেজাজটাও ভাল নেই।’

এ দিন, কেষ্ট আরও জানান, করোনার মধ্যে এমনিতেই দোল খেলা সেভাবে হচ্ছে না। তার মধ্যে বন্ধ বসন্ত উৎসব। ফলে, বাড়িতেই নিজের মেয়ে আর কর্মীদের সঙ্গেই যেটুকু রঙ খেলা।

প্রসঙ্গত, বসন্ত উৎসব বন্ধ হলেও বিশ্বভারতী নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। রবিবার সকালে, গোটা বোলপুরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বিজেপি (BJP) প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির বিরুদ্ধে পোস্টার, ব্যানার লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পোস্টার ও ব্যানারে উপাচার্য বিদ্যুৎ বাবু ও বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির ছবি দিয়ে লেখা আছে ‘এঁরা পরস্পরের বন্ধু।’

আর এই পোস্টারের বিরুদ্ধেই সরব হয়েছে গেরুয়া শিবির (BJP)। বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি জানিয়েছেন, বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে তৃণমূলের নেতা চন্দ্রনাথ সিনহা ও অনুব্রত মণ্ডলের সবচেয়ে ভাল সম্পর্ক। বিদ্যুৎ বাবুর সঙ্গে নিজের নাম জড়ানোয় রীতিমতো ক্ষুব্ধ অনির্বাণ। শাসক শিবিরকে হুঁশিয়ারি দিয়ে এ দিন বিজেপি প্রার্থী বলেন, ‘কে কার ঘনিষ্ঠ খুব শীঘ্রই সেই ছবি সবার সামনে আনব।’

যদিও, এই ঘটনা নিয়ে ভাবতে নারাজ অনুব্রত (Anubrata mondal)। রবিবার, তিনি নিজের দোল খেলার স্মৃতিও ভাগ করে নিলেন। আবেগ প্রবণ অনুব্রত নিজের স্ত্রীকে স্মরণ করে বললেন, ‘ও যতদিন ছিল খুব আনন্দ করত। সকলকে ডেকে ডেকে বলত, আমায় রঙ মাখাতে।’ গান না গাইলেও বসন্তের গান বলতে ‘রবীন্দ্রনাথের চল চল চল’ গানটিই কেষ্টর প্রিয় এমনটাই বললেন তিনি। বসন্ত উৎসব বললেই ‘শোলে’ ছবির কথা তাঁর মনে পড়ে। মনে পড়ে গব্বরের ডায়লগ। নিজেই শুনিয়ে দিলেন সেই ছবির ডায়লগও।

বসন্ত উৎসবে একটু অন্যরকম দোল উদযাপন করলেন বীরভূমের নায়ক ওরফে দিদির প্রিয় কেষ্ট।

আরও পড়ুন: মাটির বাড়িতে স্যান্ডো গেঞ্জি-গামছা পরে ঘুমিয়ে ছত্রধর, মাঝ রাতে ঢুকল ৪০ জোড়া বুট…

বীরভূম: দোলের উৎসবে মনখারাপ তৃণমূলের (TMC) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। বিশ্বভারতীর উপাচার্যের জন্যই তাঁর দোল ভাল গেল না এমন অভিযোগ করেন কেষ্ট। রবিবার সকালে, নিজের বাড়িতে বসেই অনুব্রত বলেন, ‘বিশ্বভারতীতে একটা নোংরা পাগল ভিসি (Vice Chancellor) এসেছে। ইচ্ছে করে বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছে। এবারে মন মেজাজটাও ভাল নেই।’

এ দিন, কেষ্ট আরও জানান, করোনার মধ্যে এমনিতেই দোল খেলা সেভাবে হচ্ছে না। তার মধ্যে বন্ধ বসন্ত উৎসব। ফলে, বাড়িতেই নিজের মেয়ে আর কর্মীদের সঙ্গেই যেটুকু রঙ খেলা।

প্রসঙ্গত, বসন্ত উৎসব বন্ধ হলেও বিশ্বভারতী নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। রবিবার সকালে, গোটা বোলপুরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বিজেপি (BJP) প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির বিরুদ্ধে পোস্টার, ব্যানার লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পোস্টার ও ব্যানারে উপাচার্য বিদ্যুৎ বাবু ও বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির ছবি দিয়ে লেখা আছে ‘এঁরা পরস্পরের বন্ধু।’

আর এই পোস্টারের বিরুদ্ধেই সরব হয়েছে গেরুয়া শিবির (BJP)। বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি জানিয়েছেন, বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে তৃণমূলের নেতা চন্দ্রনাথ সিনহা ও অনুব্রত মণ্ডলের সবচেয়ে ভাল সম্পর্ক। বিদ্যুৎ বাবুর সঙ্গে নিজের নাম জড়ানোয় রীতিমতো ক্ষুব্ধ অনির্বাণ। শাসক শিবিরকে হুঁশিয়ারি দিয়ে এ দিন বিজেপি প্রার্থী বলেন, ‘কে কার ঘনিষ্ঠ খুব শীঘ্রই সেই ছবি সবার সামনে আনব।’

যদিও, এই ঘটনা নিয়ে ভাবতে নারাজ অনুব্রত (Anubrata mondal)। রবিবার, তিনি নিজের দোল খেলার স্মৃতিও ভাগ করে নিলেন। আবেগ প্রবণ অনুব্রত নিজের স্ত্রীকে স্মরণ করে বললেন, ‘ও যতদিন ছিল খুব আনন্দ করত। সকলকে ডেকে ডেকে বলত, আমায় রঙ মাখাতে।’ গান না গাইলেও বসন্তের গান বলতে ‘রবীন্দ্রনাথের চল চল চল’ গানটিই কেষ্টর প্রিয় এমনটাই বললেন তিনি। বসন্ত উৎসব বললেই ‘শোলে’ ছবির কথা তাঁর মনে পড়ে। মনে পড়ে গব্বরের ডায়লগ। নিজেই শুনিয়ে দিলেন সেই ছবির ডায়লগও।

বসন্ত উৎসবে একটু অন্যরকম দোল উদযাপন করলেন বীরভূমের নায়ক ওরফে দিদির প্রিয় কেষ্ট।

আরও পড়ুন: মাটির বাড়িতে স্যান্ডো গেঞ্জি-গামছা পরে ঘুমিয়ে ছত্রধর, মাঝ রাতে ঢুকল ৪০ জোড়া বুট…

Next Article