সায়ন্তিকাকে কাকু-জ্যেঠুদের আশীর্বাদ, দরজায় খিল শম্পার

 অভিমানী বিধায়ক এবার ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যাবেন কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

সায়ন্তিকাকে কাকু-জ্যেঠুদের আশীর্বাদ, দরজায় খিল শম্পার
ছবি সূত্র : ফেসবুক
Follow Us:
| Updated on: Mar 13, 2021 | 11:03 PM

বাঁকুড়া: বঙ্গে ভোটের (West Bengal Assembly Election 2021) দামামা বাজতেই জনসংযোগ বাড়াতে তৎপর রাজনৈতিক দলগুলি। শনিবার সকালে, বাঁকুড়ার গ্রামে প্রথমবারের জন্য নির্বাচনের প্রচারে আসেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC) তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।

এদিন, বাঁকুড়া দুই নম্বর ব্লকের তিলাবেদা, পুরন্দরপুর গ্রামে প্রচারে যান তারকা প্রার্থী। কখনও হুড খোলা জিপে, কখনও পায়ে হেঁটে প্রচার করেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। সাংবাদিকদের তিনি জানান, গ্রামের খোলামেলা পরিবেশে এসে মজা পেয়েছেন তিনি। সরল মানুষের অনাড়ম্বর জীবন দেখে আপ্লুত নায়িকা।

সায়ন্তিকার প্রচারে ব্লক স্তরের তৃণমূল (TMC) নেতৃত্বের একাংশ উপস্থিত থাকলেও দেখা যায়নি অনেককেই। দলের অন্দরে সায়ন্তিকার প্রার্থী হওয়া নিয়েও খানিকটা ক্ষোভও প্রকাশ করেছিল জেলা তণমূল নেতৃত্বের একাংশ। তৃণমূলের বিদায়ী বিধায়ক শম্পা দরিপাকেও দেখা যায়নি এদিন।

প্রসঙ্গত, দলে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই তালিকা থেকে বাদ পড়েছেন তৃণমূলের (TMC) একাধিক নেতৃত্ব। সোনালি গুহ, বাচ্চু হাঁসদা, দীপেন্দু বিশ্বাসের মতো বাদের তালিকায় আছেন শম্পাও। অভিমানী বিধায়ক এবার ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যাবেন কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। তবে এ প্রসঙ্গে মুখ খোলেননি শম্পা। তাঁর স্পষ্ট দাবি, তাঁকে কেউ প্রচারের জন্য বলেনি। দলবদলের কথাও এখনও ভাবেননি। তবে, তাঁর অবস্থান স্পষ্ট করতে এখনও নারাজ শম্পা।

অন্যদিকে, বাঁকুড়ায় (Bankura) প্রচারে এসে এসব নিয়ে ভাবলেনই না সায়ন্তিকা। গ্রামবাসীদের সঙ্গে ছবি তুলে, হাসি ঠাট্টা করেই ‘দুয়ারে দুয়ারে’ জনসংযোগের কাজ সারলেন তিনি। এদিন সায়ন্তিকা বলেন, ‘মানুষের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নির্বাচন যত এগিয়ে আসছে, লড়াই তত জমে উঠছে। আগামীতে আরও প্রচারে আসব।’

কিছুদিন আগেই বাঁকুড়াতে এসে সাধারণ মানুষের সঙ্গে দিন কাটিয়েছেন তারকা প্রার্থী। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছিলেন সেই ছবি। শনিবার এবার বাঁকুড়ার গ্রামে গ্রামে পা পড়ল সায়ন্তিকার।

উল্লেখ্য, গত ৬ মার্চ তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা ঘোষণা করেন খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শম্পা দরিপার বদলে তখন বাঁকুড়া থেকে প্রার্থী হিসেবে নির্বাচিত হন সায়ন্তিকা।

আরও পড়ুন: রুটিরুজির ‘সহজ কথা’ বলতে আজ সিঙ্গুরে সৃজন