হুগলি: নির্বাচনী দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোন্নগরের (Konnagar) কাঁসারী। মঙ্গলবার রাতে উত্তরপাড়ার তৃণমূল (TMC) তারকা প্রার্থী কাঞ্চন মল্লিকের সমর্থনে দেওয়াল লিখন করা হয়। বুধবার সকালে, দেখা যায়, সেই লেখার উপর গোবর লেপে দেওয়া হয়েছে। অভিযোগ, শুধু কাঞ্চনের নামের উপর নয়, নষ্ট করা হয়েছে সিপিএম (CPM) প্রার্থী রজত ব্যানার্জির নাম লেখা দেওয়ালটিও। কিন্তু, উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের নাম লেখা দেওয়ালটির উপর আঁচড় পর্যন্ত পড়েনি। এই ঘটনায় সরাসরি গেরুয়া শিবিরের বিরুদ্ধেই আঙুল তুলেছে ঘাসফুল শিবির।
স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের দাবি, এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া একটি ফ্লেক্সেও পানের পিক ফেলা হয়েছিল। ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হারের ভয়ে এই কাজ করেছে বিজেপি (BJP)। ঘটনায় তৃণমূল নেতৃত্ব সরব হলেও বাম শিবিরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। কোনও দলের বিরুদ্ধে কোনও অভিযোগ না জানিয়ে নিজেরাই কাপড়-জল দিয়ে গোবর পরিষ্কার করেছেন বাম সমর্থকেরা।
যদিও এই ঘটনায়, স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্বের দাবি, তৃণমূলের ‘বহিরাগত’ প্রার্থীকে পছন্দ না হওয়ায় নিজেরাই এই কাজ করেছে। বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। এই ঘটনার সঙ্গে দলের কোনও কর্মী যুক্ত নয়।
আরও পড়ুন: রাতের লেখা, সকালে হাওয়া, নদিয়ায় ক্ষোভে ফুঁসছেন নির্দল সমর্থকরা